Malda news:নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে পথে নামল পুলিশ

Newsbazar 24 :আর মাত্র ৯ দিন পর কালী পূজা তারপরেই রয়েছে ছট পুজো। আসন্ন দীপাবলি ও ছট পূজা উৎসবকে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য মালদহ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগ ও বামনগোলা থানার সহযোগিতায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে পথে নামলেন বামন গোলা থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও বেশ কিছু সাধারণ মানুষ। শুক্রবার সকালে বামন গোলা থানার উদ্যোগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে এক শোভাযাত্রার আয়োজন করা হল। এদিন পাকুয়াহাট ফাঁড়ি থেকে বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।এই শোভাযাত্রায় পা মেলান পুলিশ আধিকারিক,সিভিক ভলেন্টিয়ার সহ এলাকার বেশ কিছু নাগরিক। এই শোভাযাত্রা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষ হয় ফাঁড়ির সামনে। শোভা যাত্রার পুরোভাগে ছিল ফেস্টুন, সেখানে লেখা ছিল শব্দবাজি ফাটাবেন না শব্দবাজি ফাটানো আইনত দণ্ডনীয় অপরাধ । এই বার্তাকে সামনে রেখে এদিন বামন গোলা থানার পক্ষ থেকে মাইকিং ও করা হয়।