Malda news:দীর্ঘ প্রতীক্ষার অবসান,মালদা টাউন স্টেশনে দাঁড়াল তেজস রাজধানী এক্সপ্রেস

Newsbazar24: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে মালদা সহ দুই দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল। স্বাভাবিকভাবেই জেলা বাসি খুবই খুশি। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ায় আগরতলা থেকে নয়া দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেস। মালদা টাউন স্টেশনে ট্রেনটি ১০ মিনিট স্টপেজ দেয়। রেলওয়ে সূত্রে জানা যায়, এতদিন আগরতলা থেকে নয়া দিল্লি যাওয়ার ট্রেনটি বাংলায় শুধুমাত্র নিউ জলপাইগুড়িতে থামতো ট্রেনটি। ফলে ওই ট্রেনটি ধরতে গেলে মালদা সহ দুই দিনাজপুর জেলা বাসীদেরকে যেতে হত নিউ জলপাইগুড়ি। এদিন থেকে সপ্তাহে একদিন এই রুটে রাজধানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশন ছাড়াও দাঁড়াবে পাটনা, জালালপুর ও ভাগলপুর স্টেশনে। মালদা থেকে মাত্র মাত্র উনিশ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে এই ট্রেনটির দিল্লি পৌঁছাতে। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনটিতে প্রথম শ্রেণীতে টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৫২১৫, টাকা দ্বিতীয় শ্রেণীতে ৩৩৯০ টাকা ও তৃতীয় শ্রেণীতে ২৩১৫ টাকা। এদিন এই উপলক্ষে মালদা টাউন স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে ,উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজার ও মালদার বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী ও গোপাল চন্দ্র সাহা সহ রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং বহু সাধারণ মানুষ। ট্রেনটিকে স্বাগত জানাতে মালদা টাউন স্টেশনে বহু মানুষ সমবেত হয়েছিলেন।