Malda news::জেলার কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিলের প্রকল্প নিয়ে কর্মশালা

Newsbazar 24:রাজ্যের  কৃষিভিত্তি ও বুনিয়াদকে শক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্য সরকার। সেই সব প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা গুলি কিভাবে সুযোগ সুবিধা পাবে এবারে তা নিয়ে অনুষ্ঠিত হল এক কর্মশালা। মূলত মালদা জেলা জুড়ে কৃষি পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে সেইসব প্রকল্পের মাধ্যমে ফান্ডের সুযোগ দেওয়ার বিষয় নিয়েই জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হল। বুধবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া,মালদা কোল্ড স্টোর অনার্স অ্যাসোসিয়েশন কনভেনার উজ্জ্বল সাহা, রাইস মিল অ্যাসোসিয়েশন, মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ইন্ডাস্ট্রি চেম্বার অফ কমার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। বিভিন্ন সংগঠনের সদস্যদের নিয়েই জেলাশাসক এদিন কৃষিভিত্তি ও পরিকাঠামোগত পরিস্থিতির সবদিক দিয়ে মজবুত করার ক্ষেত্রে আলোচনা করেন । যেখানে কৃষিক্ষেত্রে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে রাজ্য সরকার কি ধরনের সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে, আর্থিক কতটা সুযোগ-সুবিধা পাওয়া যাবে, সেইসব ব্যাপারেই মূলত এই দিন আলোচনা হয়।