Tuesday , 25 July 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:মালদা জেলা আদালতে জোর ধাক্কা পুলিশের,নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর

প্রতিবেদক
kartik pal
July 25, 2023 12:37 am

Malda news:মালদার পাকুয়াহাটে কান্ডে মালদা জেলা আদালতে জোর ধাক্কা খেল পুলিশ। অবশেষে নির্যাতিতা দুই মহিলার জামিন মঞ্জুর করল আদালত।
চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগে তোলপাড় রাজ্য তথা দেশের রাজনীতি। সোমবার মালদা আদালতে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন নির্যাতিতা দুই মহিলার আইনজীবী অমিতাভ মৈত্র। অভিযুক্তদের পরিবর্তে নির্যাতিতা দুই মহিলাকে গ্রেফতারের অভিযোগে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে তাঁদের জেলে পাঠিয়ে দেওয়া হয়। প্রশ্ন উঠছে যাঁদেরকে মারধর করা হল, তাঁরা কোনওভাবে চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল না? তা এখনও প্রমাণ হয়নি। এমনকী, অভিযোগপত্রে পুলিশের খাতায় ওই দুই মহিলার নামও ছিল না। অথচ তাঁদেরকে অন্যায় ভাবে জেল খাটতে হল। এর খেসারত কে দেবে?’ এই প্রশ্ন তুলে বিচারকের সামনে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার হন আইনজীবী অমিতাভ মৈত্র।
ওই মামলায় সোমবার নির্যাতিতা দুই মহিলাকে জামিন দিলেন মালদহ জেলা আদালতের সিজেএম মৃণালকান্তি মণ্ডল । আইনজীবী অমিতাভ মৈত্র আদালতে বলেন, ‘দুই মহিলাকে চুরির অভিযোগে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি এদিন আদালতকে জানান, ১৭ জুলাই নালাগোলাতে খুনের ঘটনায় সেখানকার মানুষ পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে। পরের দিন ১৮ জুলাই পাকুয়াহাটে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করে এলাকার একাংশ।

খবর পেয়ে পুলিশ দুই নিগৃহীতাকে উদ্ধার করে থানায় নিয়ে এসে ফাঁড়ি ভাঙচুরের মিথ্যে কেসে গ্রেফতার করে। আসলে এই দুটি ঘটনার কোনও মিল নেই।পুলিশ প্রকৃত অপরাধীদের আড়াল করতেই নিগৃহীতাদেরই গ্রেফতার করে।এরপরেই জামিনের আবেদন বিচারক মঞ্জুর করেন।
পরে নির্যাতিতাদের আইনজীবী বলেন, ‘পুলিশের মিথ্যে মামলার প্রতিবাদে আমরা হাইকোর্টে যাচ্ছি। মানবাধিকার কমিশনকেও বিষয়টি জানানো হয়েছে।।
গত ১৮ই জুলাই চুরির সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র অবস্থায় মারধর করা হয়। এরপর গত শুক্রবার বিজেপির পক্ষ থেকে ওই দুই মহিলার প্রতি নির্যাতনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। আর তারপর থেকে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। প্রাথমিক ভাবে তদন্ত শুরু করে ঘটনার পাঁচ দিন পর প্রবল চাপের মুখে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিন মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করে।।
অভিযোগে সরব হয় বিজেপি। স্থানীয় বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে এসপি অফিস ঘেরাও করা হয়।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে নির্যাতিতার পরিবারও। তাঁদের অভিযোগ, যারা মারধর করল তাদের ছেড়ে দিয়ে পুলিশ নিগৃহীতাদেরই গ্রেফতার করেছিল। বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশের ভূমিকা। এদিন জামিনে মুক্তির পর নির্যাতিতারা বলেন, যাদের জন্য আমাদের জেল খাটতে হল, সেই পুলিশ কর্মীরা যেন ছাড়া না পান।
সাংবাদিকদের আইনজীবী মৈত্র বলেন, ‘ওই দুই নির্যাতিতা মহিলাদের বিরুদ্ধে চুরি-সহ সরকারি কাজে বাধা দেওয়ার কোনও প্রমাণই দিতে পারেনি পুলিশ। ফলে, মহামান্য আদালত এই বিষয়টি বিবেচনা করেই ওই দুই মহিলার জামিন মঞ্জুর করেছে।’ ইতিমধ্যে, এই ঘটনায় আইসি জয়দেব চক্রবর্তী-সহ বেশ কয়েকজন পুলিশকর্তার বিরুদ্ধে মালদা আদালতে মামলা রুজু হয়েছে। পাশাপাশি মানবাধিকার কমিশনেও বিষয়টি জানানো হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

স্থায়ীকরণ ও মাসিক ভাতা বা সাম্মানিকসহ একাধিক দাবিতে আন্দোলনে রাজ্যো এমজিএনআরইজিএ সংগঠন৷

নবরাত্রি ! দেবীর নয়টি রূপের পূজা করলে কি ফল প্রাপ্তি হয় ? কেমন করে করবেন নবরাত্রি পালন?

করোনার পর আরেকটি নতুন আতঙ্ক মালদায় । নিজেকে বাঁচাতে মন দিয়ে পড়ুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ চালু হল।।

ভোটের মুখে ফের বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে, পুলিশের ভূমিকায় ক্ষোভ গ্রামবাসীদের

সহকারী কোচ হিসেবে নায়ারের কেকেআর শিবিরে ফেরা শুধু সময়ের অপেক্ষা

শুভেন্দুর ধর্মযুদ্ধকে সমর্থন জানালেন RSS এর মুখপত্র 

জেলার রক্ত সংকটের মোকাবিলায় মালদা মার্চের চেম্বার অব কমার্সের উদ্যোগে মেগা রক্তদান শিবির।

মালদহ শহরের বুকে কর্তব্যরত অবস্থায় বেসরকারি বাসের ধাক্কায় মৃত এক সিভিক ভলেন্টিয়ার

এবছর তেইশে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গণতন্ত্র দিবসের সূচনা