Saturday , 6 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে দলীয় কোন্দল মেটাতে জেলা নেতৃত্বের সাথে বৈঠক, এক হয়ে চলার কড়া বার্তা অভিষেকের

প্রতিবেদক
kartik pal
May 6, 2023 1:26 am

Newsbazar 24:মালদা জেলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জনজোয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অভিভূত করেছে। তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় দলের একাংশের বিক্ষোভ তাকে ভাবিয়ে তুলেছে।।তাঁদের অভিযোগ ছিল তৃণমূলের পঞ্চায়েতের কর্তাদের দুর্নীতি নিয়ে। এসব নিয়ে চিন্তিত অভিষেক দলীয় নেতৃত্বের সাথে জরুর বৈঠক করলেন আর পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি বাতিল করে।
তিনি রীতিমতো কড়া বার্তা দিলেন অন্তর্কলহ মেটাতে।
শুক্রবার দুপুরে মালদা সফর শেষ করে মুর্শিদাবাদে যাওয়ার আগে ইংরেজবাজার ব্লকের সুস্থানি মোড় এলাকায় দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, ওই বৈঠকে বেশ কয়েকজন নেতা-মন্ত্রীকেও ধমক দিয়েছেন বলে জানা গেছে। তিনি সোজাসুজি জানিয়ে দেন দলে কোনওরকম অন্তর্কলহ বরদাস্ত করা হবে না । পাশাপাশি যাঁরা এক সময় সক্রিয় দলীয় কর্মী ছিলেন তারা যাতে হাত গুটিয়ে বসে না থাকেন এবং তাঁদেরকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সাংসদ। প্রায় দুই ঘন্টা ধরে এই বৈঠক চলে বলে জানা গিয়েছে। বৈঠক শেষ করে তিনি মুর্শিদাবাদ জেলার উদ্দেশ্যে রওনা হয়ে যান।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের দুই রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। এছাড়াও ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, বিধায়ক চন্দনা সরকার, সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, জেলা আইএনটিটিইউসির সভাপতি শুভদীপ সান্যাল, ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কার্তিক ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠক চলাকালীন অভিষেক মন্ত্রী তাজমুল হোসেনকে বলেন, ‘আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করবে রাজ্য নেতৃত্ব। আপনার কিছু অনুগামী বিভিন্ন লোককে প্রার্থী করার কথা বলছে। এটা কিন্তু ঠিক নয়, বিষয়টা দেখুন।’ দলের জেলা সভাপতি রহিম বক্সীকে জিজ্ঞেস করেন, ‘রতুয়া, মালতিপুর সহ বিভিন্ন এলাকায় ফজলুল হকের মত বেশ কিছু নেতারা বসে রয়েছেন কেন? তাঁদেরকে দলে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন? তাঁদেরকে কাজে লাগান। বিধায়ক নিহার ঘোষকে অভিষেক বলেন, ‘চাঁচলে একটি ব্লকে দুজন সভাপতি কেন? অবিলম্বে দুজনে বসে বিষয়টি মিটিয়ে ফেলুন।’
সূত্রে জানা যায়, এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সাংসদের কাছে অভিযোগ করেছিলেন সুজাপুরের বিধানসভার অন্তর্গত কালিয়াচক ১ ব্লক কমিটি নিয়ে । এর পরিপ্রেক্ষিতে অভিষেক বলেন, ‘দলীয় কমিটিতে কোনওরকম দুর্নীতি পরায়ন লোককে রাখা যাবে না। জেলা সভাপতি ও মন্ত্রী সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য নেতৃত্বরা বসে এই সমস্যার সমাধান করবেন।’ হবিবপুরের ব্লক সভাপতি প্রদীপ বাস্কেকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,’আপনাকে তো দেখা যায় না। কোথায় থাকেন আপনি? দলের জন্য ঠিকমতো কাজ করুন। মানুষের সাথে যোগাযোগ রাখুন।’ইংরেজবাজার ব্লকের সভানেত্রী প্রতিভা সিংহকে কৃষ্ণেন্দু বাবুর সাথে বসে ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলতে বলেন। মালদায় দলীয় কোন্দল মেটাতে বৈঠকে কখনও ধমক দিলেন, কখনও বিষয়গুলি জানার চেষ্টা করলেন, পাশাপাশি সব পক্ষকে বসে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে উপস্থিত মালদা জেলার সমস্ত নেতা-নেত্রীদের আগামী সাতদিনের মধ্যে যেসব এলাকায় বিক্ষোভ, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেগুলি মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি। চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, ইংরেজবাজার সহ একাধিক ব্লকে দলীয় নেতৃত্বের কাজকর্ম নিয়ে নানা অভিযোগ রয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক।
বৈঠক শেষে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ‘সকলকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কোথাও কোনওরকম দলের সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করতে হবে। তবে গোষ্ঠী কোন্দল আমাদের নেই। কিছু বহিরাগত মানুষ লোকজনের সঙ্গ মিশে নানান ধরনের ভুলভালবার্তা দিয়েছে, সেটাও আমরা জানিয়েছি।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, আমাদের দলে কোন গোষ্ঠী কোন্দল নেই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে গেলেন কোনরকম দুর্নীতি পরায়ণ নেতাকে রাখা যাবে না স্বচ্ছ ভাব মূর্তির লোককে দলে ধরে রাখতে হবে। নেতৃত্বকে এক হয়ে চলার পরামর্শ দিলেন। প্রতিভা সিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিভা সিংহ কি বলেছেন আমার জানা নেই। অভিযোগ করা এবং ও তার সত্যতা এক জিনিস নয়। দলে বসে এ ব্যাপারটা মিটিয়ে নেব। সকলকে নিয়ে এক হয়ে চলার পরামর্শ দিয়ে গেলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

এনজিপি থেকে মাত্র ৫০ কিমি দূরে স্বপ্নের গ্রাম ‘বুংকুলুং’

মালদায় হরলিক্স বয় ! আমের আটি ছুঁড়ে বিজেপি নেতাদের মারার বিঁধান

Malda:উদ্বোধন না হতেই নবনির্মিত কাল ভার্টে ভাঙ্গন বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

বাংলার তরুণ চিকিৎসকরা আলোর পথযাত্রী :: ডাঃ দোলনচাঁপা দাশগুপ্ত

এবার রাজীব ‘চ্যাপ্টার ক্লোজ়’ করতে চলেছে পদ্ম শিবির, রাজীবকে দলে ফিরিয়ে ত্রিপুরার দায়িত্ব দিতে পারে তৃণমূল

শহরের বুকে সিপিএমের যুব সংগঠনের কার্যালয়ে দুষ্কৃতী হামলা অভিযুক্ত তৃণমূলের দুই দল দুষ্কৃতী।

তারকেশ্বর লোকালে আগুন! আতঙ্কিত যাত্রীরা

রাজ্যের করোনা আক্রান্তদের জন্য রাজ্য সরকারের জরুরী ত্রান তহবিলে একদিনের বেতন দিলেন জেলার ডব্লিউ বিসিএস অফিসারেরা।

আদিনা চক্রের শিক্ষকদের উদ্যোগে পালিত হোল শিক্ষক দিবস

বাংলার আমাজন – উত্তরবঙ্গের সিকিয়াঝোরা