Malda Durga Puja 2023:গ্রাম বাংলার হারিয়ে যাওয়া জিনিস সংরক্ষণের বার্তা নিয়ে সুকান্ত স্মৃতি সংঘের পূজার উদ্বোধন

Newsbazar24 : মালদা জেলা জুড়ে শারদ উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। মালদা শহরের মহানন্দা পল্লী এলাকার সুকান্ত স্মৃতি সংঘের দুর্গা পুজোর উদ্বোধন হলো চতুর্থীর সন্ধ্যায়। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই পূজোর উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন, জেলা শাসক নীতিন সিংহানিয়া ,পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি দুলাল সরকার,স্থানীয় কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, গৌতম দাস সুতপা দাস সহ ক্লাবের কর্মকর্তারা।এই বিষয়ে ক্লাব সভাপতি দুলাল সরকার জানান, এবারে আমাদের পুজো ৪৫তম বর্ষে পড়ল। এবছরের থিম উৎসর্গ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিগতদিনের বিভিন্ন জিনিসপত্রকে তুলে ধরার মধ্য দিয়ে গ্রাম বাংলার একটি রূপ দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন শিল্পীরা তাদের অসামান্য দক্ষতায় গ্রাম বাংলার এই জিনিসপত্রগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আশা করি এগুলো সকলের নজর কাড়বে। আমাদের আশা নতুন প্রজন্ম এগিয়ে আসবে এইগুলোকে সংরক্ষণ করতে। পুজোর কয়দিন আমাদের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে পাড়ার মা ও বোনেরা এগিয়ে আসেন দর্শনার্থীদের প্রতিমা দর্শনের সুবিধা করে দেওয়ার জন্য। এ ছাড়াও দর্শণার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা ও পানীয় জল ও বিশ্রামের ব্যবস্থা থাকবে।