Friday , 25 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda: রেল ব্রিজ দুর্ঘটনায় মৃত পরিবারদের সাথে দেখা করে রাজ্যপাল রেলের তরফে আর্থিক সাহায্য তুলে দিলেন

প্রতিবেদক
kartik pal
August 25, 2023 8:51 pm

Newsbazar24: মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে মালদহের নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রেলের পক্ষ থেকে দেওয়া ১০ লক্ষ টাকার চেক নিহত পরিবারগুলোর হাতে তুলে দেন রাজ্যপাল। শুক্রবার সকালে বন্দে ভারত এক্সপ্রেসে তার মালদা যাওয়ার কথা। কিন্তু বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় অন্য ট্রেনের ব্যবস্থা করা হয়। তাই তার মালদা পৌঁছাতে দেরি হয়ে যায়। তিনি নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পরে মালদায় পৌঁছান।
সেই সময় মালদা টাউন স্টেশনে রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্য কংগ্রেস নেতা তা বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী সহ দলের অন্যান্য নেতৃত্ব। সেখানে মৃত পরিবার
পিছু একজনকে চাকরি এবং ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবী জানালেন। পাশাপাশি রাজ্য সরকারের ব্যর্থতা এবং কর্মসংস্থানের কোনও ব্যবস্থা না থাকায় তুমুল সমালোচনা করেছেন কৌস্তভ। রাজ্য কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, ‘বাংলায় কাজ নেই । তাই এই রাজ্যের খেটে খাওয়া মানুষেরা ভিন রাজ্যে যাচ্ছেন। সেখানে গিয়ে দুর্ঘটনা শিকার হচ্ছেন। মৃত্যু পর্যন্ত হচ্ছে। মিজোরামের যে দুর্ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। মালদার একসঙ্গে এত জন শ্রমিকের মৃত্যু কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’মালদায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি মালদার রতুয়া দু’নম্বর ব্লক কোকলামারির চৌদুয়ার গ্রামে যান।ঐ গ্রামে একসাথে ১১ জনের মৃত্যু হয়েছে। সেখানে তিনি নিহতদের পরিবারের সাথে দেখা করেন তাদেরকে সান্তনা জ্ঞাপন করেন। পরিবার পরিজনদের সাথে তিনি কথা বলেন রেলের তরফে আর্থিক সাহায্য হিসেবে ৫০ হাজার টাকা নগদ এবং সাড়ে ৯ লক্ষ টাকার চেক সেতু দুর্ঘটনায় এক নিহতের পরিবারের হাতে তুলে দেন তিনি । আশ্বাস দিলেন, সরকার প্রত্যেক নিহতের পরিবারের পাশে থাকবে । এ দিন রাজ্যপালের কাছে নিহতদের পরিবার পিছু একজনকে চাকরির দাবি জানানো হয়।
এখানে কোনও কাজ নেই। উপায় না থাকায় মিজোরামে কাজে গিয়েছিলেন পরিবারের সদস্য। শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সামনে এসব কথা বলতে বলতে জ্ঞান হারালের মিজোরামে রেলসেতু দুর্ঘটনায় নিহতদের পরিজনরা। নিহতদের আত্মীয়রা রাজ্যপালকে জানান, প্রত্যন্ত ওই এলাকায় মানুষের হাতে কোনও কাজ নেই। তাই এক প্রকার বাধ্য হয়ে মিজোরামে কাজে গিয়েছিলেন । পরিবারকে আর্থিক দিক দিয়ে একটু সচ্ছল করার জন্য ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হল তাঁদের। এই ঘটনা নিয়ে রাজনীতি না করার অনুরোধ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যপালের আগমন উপলক্ষে এদিন সকাল থেকেই কোকলামারি চৌদুয়ার গ্রামে ভিড় করেছিল মানুষজন । সকাল থেকে গ্রামে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা ছিল । রাজ্যপালের জন্য আগে থেকে গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় ১০ নিহতদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন প্রায় আধ ঘণ্টা নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি । তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন সিভি আনন্দ বোস ।
এ দিন রাজ্যপালের কাছে নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি ওঠে । যা তিনি রেলমন্ত্রক এবং সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন । রাজ্যপাল বলেন, “দুর্ঘটনার পরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মৃতদের প্রত্যেকের পরিবারকে১০ লক্ষ, গুরুতর আহতদের প্রত্যেককে ২ লক্ষ এবং অল্পবিস্তর জখমদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । তিনি টুইট করেও ক্ষতিপূরণের বিষয়টি জানিয়ে দেন । আজ রেলের তরফে এখানে একজনের পরিবারকে সেই ক্ষতিপূরণ দেওয়া হল । দু-একদিনের মধ্যে রেলের আধিকারিকরা বাকি পরিবারগুলির হাতেও ক্ষতিপূরণের নগদ টাকা ও চেক তুলে দেবেন । মৃতদের পরিবারের সদস্যরা তাঁদের পরিবারের একজনকে যেন চাকরির ব্যবস্থা করার দাবি করেছেন। রেলমন্ত্রীর পাশাপাশি রাজ্য সরকারের কাছে তাদের এই দাবি পৌঁছে দেওয়া হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মোবাইল চোর সন্দেহে এক যুবককে পুলিশের হাতে তুলে দিল ফল ব্যবসায়ীরা।

दीपिका पादुकोण ने शेयर कीं अपनी आने वाली फिल्म की तस्वीरें Read

মালদা জেলা প্রশাসনের করা নির্দেশিকার বিরুদ্ধে পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় গ্রাম গঞ্জের টোটো চালকদের

আজকের আবহাওয়া

Panchayat Election 2023:নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ অশান্তির খবর থাকলে অভিযোগ জানাতে কোন নাম্বারে ফোন করবেন?

মালদহের হবিবপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে সাংসদ মৌসুম নূর

ভারতের দুই শিশুর রক্তে HMPV পজিটিভ – উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক

বিশ্বের নিরাপদ নগর সূচকে ভারতের দুই শহর নয়াদিল্লি এবং মুম্বাই পঞ্চাশের মধ্যে জায়গা করে নিল।।

Murshidabad news:কঠোর পরিশ্রম ও নিজের অধ্যাবসায়ের জেরে কোচিং ছাড়াই সর্বভারতীয় ডাক্তারি নিট পরীক্ষায় সাফল্য সেহনাজের