Malda:ঝংকার ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম দিনে জয়ী ঝংকার ক্লাব

উত্তম বসাক, Newsbazar 24 : মালদহে শুরু হলো জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা। মালদা ঝংকার ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব ১৯ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই ক্রিকেট প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে শুভ্রাংশু কুমার ঘোষ প্লাটিনাম জুবলি মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার সকালে মালদহ জেলায় ক্রীড়া সংস্থার মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। টুর্নামেন্ট চলবে আগামী ১৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। মালদহ জেলার ৩টি দল সহ কলকাতা শিলিগুড়ি, দুর্গাপুর থেকে আগত মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের খেলায় অংশগ্রহণ করে আয়োজক মালদা ঝংকার ক্লাব ও মালদহের গৌড়বঙ্গ ক্রিকেট একাডেমি। টসে জয়লাভ করে গৌড়বঙ্গ ক্রিকেট একাডেমি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঝংকার ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত উপরে ৭ উইকেটে ২২৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে গৌড়বঙ্গ ক্রিকেট একাডেমি মাত্র ১০৮ রানের সকলে আউট হয়ে যান। ঝংকার ক্লাব ১১৮ রানে জয়ী হয়ে সেমিফাইনালে গেল। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ঝংকার ক্লাবের প্রেম কুমার।