Kolkata news:বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার ও সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক ব্যর্থ, চরম আন্দোলনের হুশিয়ারি যৌথ মঞ্চের

Newsbazar 24:কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মচারী প্রতিনিধির আলোচনা ব্যর্থ হল।
কোষাগারে টাকা নেই এই যুক্তিতে ডিএ দেওয়া যাবে না বলে ঘোষণা করল রাজ্য সরকার। স্বভাবতই রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ এতে ক্ষুব্ধ। তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছেন বলে এদিন তারা ঘোষণা করেন। সরকারের পক্ষ থেকে মুখ্যসচিব জানিয়ে দিলেন, সরকারের কোষাগারে বর্তমানে টাকার সংস্থান নেই ডিএ দেওয়ার মত। যখন সরকারের কোষাগারে পর্যাপ্ত টাকা আসবে তখন দিয়ে দেওয়ার কথা বিবেচনা করা হবে।
বৈঠক শেষে সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ-সহ ৩ প্রতিনিধি সাংবাদিকদের জানান, সরকার বারবার কোষাগারে সংকটের কথা বলছে। অথচ সরকারি আধিকারিকরা কেন্দ্রীয় হারে ডিএ পান, তাহলে তাঁরা কেন বঞ্চিত থাকবেন? কেন্দ্রের বকেয়া না পাওয়ায় ডিএ দেওয়া যাচ্ছে না বলে সরকার বারবার যে যুক্তি খাঁড়া করছে, তা অর্থহীন। ওই টাকার সঙ্গে এঁদের বকেয়া মেটানোর কোনও সম্পর্ক নেই। তারা আরো জানান
অর্থসচিব এদিন প্রশ্নের মুখে স্বীকার করেছেন যে অর্থ কমিশনের তরফে সমস্ত টাকা এসেছে হাতে। তাহলেও কেন বকেয়া ডিএ দেওয়া যাবে না, সে বিষয়ে কোনও উত্তর দেননি মুখ্য সচিব বলে তারা জানান।