Kolkata news:আমরি হাসপাতালের মালিকানা বদল,কে কিনল?

Newsbazar24: ইমামি গ্রুপের আমরি হাসপাতালের মালিকানা বদল হল। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্য পরিসেবা গ্রুপ মণিপাল হাসপাতাল কিনে নিল আমরি হাসপাতাল। জানা গেছে প্রায় ২৪০০ কোটি টাকা মূল্যে এই হাসপাতাল বিক্রি হয়েছে । ইতিমধ্যে পূর্ব ভারতের স্বাস্থ্যপরিসেবায় মনিপাল হাসপাতাল অন্যতম জায়গা দখল করে নিয়েছে। তবে হাসপাতালের ৮৪ শতাংশ শেয়ার হস্তান্তর হল মণিপালের হাতে। বাকি ১৫ শতাংশ থেকে
গেল আমরির হাতে। আর ১ শতাংশ আছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে।
জানা গেছে মণিপাল ও ইমামির মধ্যে দীর্ঘদিন ধরে আমরির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। আমরির এই হাসপাতাল যাতে কোনও তৃতীয় পক্ষের কাছে বিক্রি না করতে পারে তার জন্য আদালতে গিয়েছিল মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ। আদালতে দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে গেল আমরি হাসপাতাল। আমরি হাসপাতাল বিক্রি নিয়ে বিগত প্রায় দেড় মাস আগে থেকে কথাবার্তা চলছিল ইমাম এই গ্রুপের সাথে। ইমামি গ্রুপের টালবাহানার মধ্যেই মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিল। স্বাস্থ্যপরিসেবা জগতে মনিপাল হাসপাতালের ছোঁয়ায় আমরি হাসপাতাল স্বাস্থ্য পরিসেবা জগতে সাধারণ মানুষের কতটা উপকারে আসবে এটাই এখন দেখার।