IPL-2023:ক্রিকেটপ্রেমীরা দেখলো রিংকুর খেল, শেষ পাঁচ বলে পরপর পাঁচটি ছয় মেরে ম্যাচ জেতালেন

Newsbazar 24:নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানসকে হারিয়ে জিটির বিজয়রথ থামিয়ে দিয়েছে কেকেআর। রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রশিদ খানের দল কলকাতাকে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের টার্গেট দেয়। ২০০ রানের বেশি হলে প্রতিপক্ষ বরাবরই চাপে থাকে। ২০০ রানের বেশি রান করা পরবর্তী পর্যায়ে অসম্ভব হয়ে দাঁড়ায়। এই ধারণাতে ধুয়ে মুছে সাফ করে দিলেন রিংকু সিং। শেষ ওভারে পরপর পাঁচটি ছয় মেরে বাজি পাল্টে দিলেন। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে হারিয়ে ২০৪ রান করে। বিজয় শংকর ৬৩, সুদর্শন ৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। সুনীল নারায়ন নিয়েছেন ৩৩ রানের ৩ উইকেট। স্বাভাবিকভাবে বড় রান তাড়া করতে গিয়ে চাপে ছিল কেকেআর। যদিও ভেঙ্কটেশ আইয়ার ৮৩ রান করে ভরসা যুগিয়েছিলেন। তবে রশিদ খানের হ্যাট্রিকে চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স। এরপরেই শুরু হয় ড্রামা, সৌজন্যে রিঙ্কু সিং। শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। পাঁচ বলে পাঁচটি ছয় মেরে কেকেআর কে জিতিয়ে দিলেন রিংকু। আজ ক্রিকেটের নন্দনকাননে হিরো থেকে গেলেন রিঙ্কু। কলকাতা নাইট রাইডার্স তিন উইকেটে ম্যাচ জিতে নেয়।