উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপের রোড শো আটকে বিক্ষোভ দলীয় কর্মীদের

Newsbazar24:উত্তর কলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রোড শো আটকে গেল দলীয় কর্মীদের বিক্ষোভে। রবিবার কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে রোড শো করছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে ঐ ওয়ার্ডের কিছু দলীয় সমর্থক তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের নেতৃত্বে রোড শো আটকে দেন অভিযোগ ওয়ার্ডের বাইরে থেকে লোক এনে মিছিল করছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের জন্য থমকে যায় রোড শো। বেশ কিছু সময় উত্তপ্তভাবে কথা বলতে দেখা যায় মৃত্যুঞ্জয় ও সুদীপকে।
এ বিষয়ে তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বলেন, সুদীপবাবু বাইরের লোক নিয়ে মিছিলে ঘুরছেন। সেখানে যাঁরা স্থানীয় বুথ কর্মী, যাঁরা ৩৬৫দিন তৃণমূল কংগ্রেস করে তাঁদের একটি অংশকে একদমই বলা হয়নি। তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমি তাই সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের কাছে জানতে চাইলাম, কেন সর্বস্তরের কর্মীদের জানানো হয়নি। তিনি বলেন, এটি স্থানীয় কাউন্সিলরের দায়িত্ব ছিল।’ তবে মৃত্যুঞ্জয়ের দাবি, সর্বস্তরের কর্মীদের কাছে খবর না থাকার বিষয়টি ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন সুদীপ এবং আগামী দিনে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন।
জানা যায় উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী তাঁর কর্মসূচির কথা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন। এরপর যদি কোনও কারণে সবার কাছে সেই কর্মসূচির খবর না পৌঁছায় সেটা নিতান্ত ভুল বোঝাবুঝির কারণেই ঘটেছে বলে সুদীপবাবু জানান।
এ বিষয়ে কলকাতা পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী জানান ‘আমার পক্ষে জনে জনে খবর দেওয়া সম্ভব নয়। আমি ফেসবুক ও ওয়ার্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০-১৫দিন আগেই কর্মসূচির কথা জানিয়ে দিয়েছিলাম। জনি জনে ফোন করে আমার পক্ষে জানানো সম্ভব নয়। কারণ আমাকে ভোটের কাজ ও অন্যান্য কাজও সামলাতে হচ্ছে।’

  • Desk-2

    Related Posts

    রাজ্যপালের উপর অভিযোগে কথা বললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি

    news bazar24 : রাজ্যপালের উপর অভিযোগে এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। তিনি জানান গতকাল বিকেল পাঁচটা নাগাদ তাদের কাছে একটি অভিযোগ আসে সেই অভিযোগ রাজভবনের তরফ থেকেই…

    নিজের ভোট নিজে দিন ! মালদায় বারোটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন

    news bazar24: ৭ই মে আসছে দিন নিজের ভোট নিজে দিন। এই স্লোগানকে সামনে রেখে বারোটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল শুক্রবার দুপুরে। প্রশাসনের উদ্যোগে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে সবুজ…

    You Missed

    রাজ্যপালের উপর অভিযোগে কথা বললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি

    রাজ্যপালের উপর অভিযোগে কথা বললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি

    নিজের ভোট নিজে দিন ! মালদায় বারোটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন

    নিজের ভোট নিজে দিন ! মালদায় বারোটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন

    গাজোলের এক পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য

    গাজোলের এক পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য

    আকাশপথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া, দ্রুত অবতরণ মালদা এয়ারপোর্টে

    আকাশপথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া, দ্রুত অবতরণ মালদা এয়ারপোর্টে

    বনগাঁয় ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হাদিস ! ঘটনায় আয়কর বিভাগের তিন সদস্যের দল

    বনগাঁয় ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হাদিস ! ঘটনায়  আয়কর বিভাগের তিন সদস্যের দল

    গাজোলে শিক্ষক পল্লী এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ চুরি

    গাজোলে শিক্ষক পল্লী এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ চুরি