Darjeeling News:সপ্তাহখানেক বৃষ্টিপাতের পর অবশেষে সোনালী রোদের পরশে দার্জিলিং

Newsbazar 24:আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে না। তবে মঙ্গলবার অবশেষে রোদের মুখ দেখলো শৈল শহর দার্জিলিং। চলতি বছরে ভরা চৈত্র মাসে বৃষ্টিতে কাহিল পাহাড়ের রানী। প্রতিবছর এই সময় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় দার্জিলিং সিকিম জুড়ে। চৈত্র মাসের মনোরম আবহাওয়া ভ্রমণের পক্ষে উপযুক্ত, এই কারণে অনেকেই বেশ কিছুদিনের ছুটি নিয়ে পাহাড়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। তবে এই বছর কিন্তু আবহাওয়ার খামখেয়ালীপণার জন্য কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছিল পর্যটক মহলকে, অকালে বৃষ্টিপাতের কারণে অনেকেই পাহাড়ে সফর বাতিল করেছেন। তবে এক সপ্তাহ ধরে বৃষ্টিপাতের পর মঙ্গলবার সকালে রোদের মুখ দেখেছে দার্জিলিং। সোনালী রোদে অপূর্ব সুন্দর হয়ে উঠেছে শৈল শহর দার্জিলিং। রোদের মুখ দেখতে পেয়ে অনেকেই খুশি। টয় ট্রেনের সাফারি করে দার্জিলিং সফর রোমাঞ্চ অনুভূতি সৃষ্টি করে। গত এক সপ্তাহ ধরে বাঁধ সেজেছিল বৃষ্টি, অবিরাম বৃষ্টিপাতের কারণে দার্জিলিং সফর সুখকর হয়ে উঠছিল না। তাই এদিন সকালে রোদের দেখা পেয়ে সকলের মুখে হাসি ফুটেছে।