Newsbazar24: সারা দেশ জুড়ে মাংকি পক্সে জর্জরিত। মাঙ্কিপক্স সংক্রমন রুখতে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিল ভারত সরকার। কেন্দ্রের তরফ থেকে ডাকা হলো টেন্ডার।
বিশ্বের ৭৫ টি দেশে হাজার হাজার মানুষ মাঙ্কিপক্স ভাইরাসে সংক্রামিত হয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ভারতও। বিভিন্ন অভিজ্ঞ ভ্যাকসিন নির্মাতা সংস্থা, ওষুধ প্রস্তুতকারী সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, ইন-ভিট্রো ডায়গনস্টিক প্রস্তুতকারী সংস্থাকে ভ্যাকসিনের জন্য ইওআই পাঠিয়েছে কেন্দ্র। ভ্যাকসিন এবং তার কিট প্রস্তুতিতে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে কাজ হবে বলে জানা গিয়েছে।
বর্তমানে এখন অবদি ভারতে ৪ জন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে৷ এদের মধ্যে ৩ জন কেরল এবং ১ জন দিল্লির বাসিন্দা৷ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সকে বিশ্ব জুড়ে মহামারি হিসেবে ঘোষণা করেছেন। বিশ্বের ৭৫ টি দেশে এখনও পর্যন্ত ১৬ হাজাররেও বেশি মানুষ মাঙ্কিপক্সে সংক্রামিত এবং ৫ জন প্রাণ হারিয়েছেন।