Sunday , 16 July 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

After Poll Violence:বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত তৃণমূল প্রার্থী বৌমা ও ছেলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিলাদের

প্রতিবেদক
kartik pal
July 16, 2023 4:55 pm

Newsbazar 24: রাজ্যে পঞ্চায়েত ভোট মিটলেও অশান্তির ঘটনা কিছুতেই কমছে না। রবিবার মালদহের বামনগোলা থানায় এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। ঝাঁটা হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। ছেলের বিরুদ্ধে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে। স্থানীয় গ্রাম বাসিদের অভিযোগ তৃণমূলের লোকেদের মদতেই তার ছেলে বিপ্লব মূর্মু খুন করেছে তার বাবাকে। এদিন সকাল থেকে পলাতক বিজেপি কর্মীর ছেলে বিপ্লব মুর্মু। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবিতে আইসির পায়ে ধরে আর্তি বিজেপির জেলা পরিষদের পরাজিত প্রার্থী বিনা সরকার কীর্তনীয়ার।
ঘটনাটি মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি কয়নাদিঘি গ্রামের।এই গ্রামের বাসিন্দা ছিলেন বুরন মুর্মু। বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। তবে তাঁরই পুত্রবধূ শর্মিলা মার্ডী এবারের পঞ্চায়েত নির্বাচনে বামনগোলা ব্লকের ১৯ নম্বর বুথে তৃণমূলের টিকিটে লড়েছিলেন। যদিও বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। স্থানীয়দের অভিযোগ, বৌ হেরে যাওয়ায় প্রায়ই বাড়িতে অশান্তি করতেন বুরন মুর্মুর ছেলে বিপ্লব। বাবা যেহেতু বিজেপি করেন, তাই বাবার সঙ্গে ঝামেলা লাগত। সেই ঝামেলার কারণেই বাবাকে খুন করেছেন ছেলে, এমনই দাবি প্রতিবেশীদের।
বাড়িতেই বুরনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা দেহ গেলে নামাতে গেলে স্থানীয় মহিলারা তাদেরকে বাধা দেন ঝাঁটা হাতে মহিলারা বিক্ষোভে নেমে পড়েন।
অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবিতে পুলিশের কাছে কাতর আর্জি বিজেপির জেলা পরিষদের পরাজিত প্রার্থীর। অবিলম্বে দোষীদের গ্রেফতার করুন, আইসির পায়ে ধরে আর্তি বিজেপির জেলা পরিষদের পরাজিত প্রার্থীর। অবশেষে পুলিশ বুঝিয়ে শুনিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে খবর, বুরনের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে এই আঘাত লাগল, কীভাবে বুরনের মৃত্যু হল, পুরোটাই তদন্ত করে দেখছে পুলিশ। জানা গেছে, ঘটনার পর থেকেই ‘নিখোঁজ’ ছেলে। পুলিশ এসে পুত্রবধূ শর্মিলা মাড্ডিকে আটক করেছে পুলিশ। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, তৃণমূলের উস্কানিতেই ছেলে ও পুত্রবধূ মিলে খুন করেছে বাবাকে। যদিও শর্মিলার দাবি, তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে।

এবারে নির্বাচনে বামনগোলায় বিজেপির জেলা পরিষদের প্রার্থী বীনা সরকার কীর্তনীয়া বলেন, কোথায় প্রশাসন কিভাবে থাকবে বিজেপি কর্মীরা বাঁচবে কি করে এই নিয়ে পুলিশের পা ধরে তাদের বাঁচার জন্য আবেদন করতে থাকে।ঘটনাস্থলে ছিল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। বিজেপি তরফ থেকে অভিযোগ তৃণমূলের তরফে এই খুন এই এলাকায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছে বলে বিপ্লব মুর্মু ও তার স্ত্রী শর্মীলা মার্ডী তৃণমূল কংগ্রেসের মদতে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মৃত্যু সত্যি দুঃখের। পারিবারিক কোনো কারণে মৃত্যু হয়ে থাকতে পারে ওই বিজেপি কর্মীর। এটাকে নিয়ে রাজনৈতিক রং চড়ানো উচিত নয়।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানকে অস্ত্রবোঝাই বিমান পাঠালো তুরস্ক

দেশে আসন্ন উৎসবের মরসুমে ভিড় এড়াতে ঘরে থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

ঘরে ফিরে আয় ! স্বীকৃতি সম্মেলনের আয়োজন করল রতুয়ার বিধায়ক সমর মুখার্জি।

কংগ্রেস ও আরজেডির জোটকে অনুপ্রবেশকারীদের জোট বলে কটাক্ষ মোদীর ? কিন্তু কেন 

জলপাইগুড়িতে উদ্ধার ১০৮ কেজি গাঁজা, ধৃত ৩ পাচারকারী।

গ্রাহকদের টাকা হাতিয়ে উধাও এজেন্ট

Malda news:পুড়াটুলী স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় রক্তদান শিবির

Murshidabad news:মুর্শিদাবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা

প্রকাশ্য দিবালোকে পিস্তল হাতে ছিনতাইয়ের চেষ্টা আটক ১‌

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মালদহের কালিয়াচকের ফলের বাজার, হতাহতের খবর নেই।।