Onion Price in Bangladesh :বাজারে আগুন নেভাতে বাংলাদেশে যাচ্ছে ভারতের পেঁয়াজ

news bazar24: রোজার মাসে ভয়ানক বিপাকে বাংলাদেশ। দেশের সব বাজারে আগুনের ছোয়া। খোলা বাজারে মাংসের দাম ৮০০ টাকা। একেবারে কালোবাজারের মতো দর। আবার মাংস রান্নার জন্য যে পেঁয়াজ প্রয়োজন তাও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। কারণ অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত। আর শেখ হাসিনার বিশেষ অনুরোধে এবার সেই দমবন্ধকর অবস্থা থেকে কিছুটা মুক্তি দিল ভারতের পেঁয়াজ। ভারত থেকে পেঁয়াজ ঢোকার কথা বাংলাদেশে। প্রথম দফায় আসার কথা ৬৫০ লাখ মেট্রিক টন পেঁয়াজ। তবে সেই পেঁয়াজের দাম বেঁধে দিয়েছে সরকার।গত রবিবার পেঁয়াজের দাম নিয়ে বাংলাদেশে তৈরি টাস্ক ফোর্সের একটি বৈঠক হয়েছে। সেখানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে। খুশীর ঈদ পর্যন্ত দাম হবে প্রতি কেজি ৪০ টাকা। পেঁয়াজ পচনশীল হওয়ায় দ্রুত তা ভিবিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। যদি ঢাকায় ৪০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি শুরু হলে দেশের ৬৪টি জেলার মধ্যে ৩০টিতে পেঁয়াজের দাম ৪০ টাকায় থাকবে।