Thursday , 31 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:বেতন বন্ধ হওয়ায় ক্যান্সার আক্রান্ত শিক্ষকের স্বেচ্ছামৃত্যুর আর্জি মুখ্যমন্ত্রীর কাছে

প্রতিবেদক
kartik pal
August 31, 2023 9:27 pm

Newsbazar 24: ক্যান্সার আক্রান্ত এক প্রধান শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে! দীর্ঘ প্রায় ৫ মাস তার বেতন বন্ধ। অর্থের অভাবে চিকিৎসার ওষুধপত্র জোগাড় করতে পারছেন না। বাধ্য হয়ে, যে স্বেচ্ছামৃত্যু চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন ওই শিক্ষক। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, সবেতন ছুটি মঞ্জুর না হলে তাঁকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক । সেই চিঠির প্রতিলিপি তিনি পাঠিয়েছেন মালদার জেলাশাসককেও । ঘটনাটি মালদহের। ঘটনাকে কেন্দ্র করে জেলার শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে ওই শিক্ষকও তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের সঙ্গেও যুক্ত। তার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ ঋষির ‘দাদাগিরি’-তে তাঁর বেতন বন্ধ হয়ে গেছে, ফলে নিজের চিকিত্‍সা দূরের কথা, পরিবারের অন্ন-সংস্থানও করতে পারছেন না ঠিকমতো।
জানা যায়, মালদহের ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর বাসিন্দা, সুব্রত কুমার রায়
কালিয়াচক ২ নম্বর ব্লকের দুর্লভপুর হাইস্কুলের প্রধান শিক্ষক । গতকাল মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি জানিয়েছেন, শরীরে ক্যানসার ধরা পড়ার পর অসহায় হয়ে পড়েন তিনি । এ সব ক্ষেত্রে ১৮ মাসের সবেতন স্পেশাল ছুটির ব্যবস্থা রয়েছে । তিনি সেই ছুটির জন্য স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শকের কাছে একাধিকবার আবেদন জানান । কিন্তু কেউ তাঁর আবেদনে সাড়া দেননি বলে অভিযোগ তাঁর। ছুটি মঞ্জুর না হওয়ায় বেতন বন্ধ হয়ে যায় । এর ফলে তাঁর চিকিত্‍সার খরচের পাশাপাশি সমস্যা হচ্ছে, পরিবারের অন্ন সংস্থানেও । তাই মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, পরিবার ও নিজের জীবন বাঁচাতে তাঁর বেতন চালু করা হোক । অথবা তাঁকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক ।
তার আরও অভিযোগ ম্যানেজিং কমিটির সভাপতি তৃণমূল নেতা সন্তোষ ঋষি তাকে স্কুল থেকে সরানোর জন্য নানা চেষ্টা করছেন বলে অভিযোগ। এমনকি নানা ছুতোয় তাঁকে অপদস্থ করছেন, অপমান করছেন, প্রাপ্য বেতনও দিচ্ছেন না।
সুব্রত রায় জানিয়েছেন, “আমি ক্যানসারে আক্রান্ত। কথা বলতে পারি না ঠিকমতো। আমি মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছি । কারণ, আমার একমাত্র ভরসা আমার স্কুলের বেতন । কিন্তু সেই বেতন গত এপ্রিল মাস থেকে বন্ধ । শুধু তাই নয়, চিকিত্‍সার জন্য আমার ছুটিও মঞ্জুর করা হয়নি। পাশাপাশি জেলা শাসক কেও লিখিতভাবে জানিয়েছি।
তবে অভিযুক্ত তৃণমূল নেতা সন্তোষ ঋষি যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন’পর্ষদ থেকে বেতন বন্ধ হয়েছে ওই শিক্ষকের। এ বিষয়ে আমার কোন ভূমিকা নেই।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

রামনবমী – সকাল থেকেই বাংলা দখল করতে পথে নেমেছে বিজেপি 

মালদায় এমআর ডিস্ট্রিবিউটরদের নিয়ে বৈঠক বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের

একদিকে চলছে শৈত্য প্রবাহ অন্যদিকে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা

শিলিগুড়িতে চিতা বাঘের মাংস খেলো মানুষ ! ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার বাঘের ছাল ও নখ

“আমার পক্ষে ডিএ আর দেওয়া সম্ভব নয়, আমি সাধ্যমতো দিয়েছি। সবসময়ই এই দাও, ওই দাও কেন করঃ মুখ্যমন্ত্রী

মেঘভাঙা বৃষ্টি হিমাচলে,ভেসে গেল দু’টি সেতু

কিড-জে স্কুলের কচিকাঁচাদের নিয়ে পালিত হল রবীন্দ্রজয়ন্তী

বিয়ে মানেই কেনাকাটার লম্বা ফর্দ, খরচ করুন প্ল্যান করে

আন্ত রাজ্য নৌকা পারাপার বন্ধ, অসুবিধায় মানিকচক ও রাজমহল ঘাটের নিত্যযাত্রীরা,আর্থিক অনটনে মাঝিরা

চিকিৎসার খরচের টাকা চাইতে যাওয়ায় এক দম্পতি সহ তার এক ছেলে ও মেয়েকে বেধড়ক মারধর করার অভিযোগ