Sunday , 16 July 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

সুকান্ত দিল্লি গিয়ে শাহ কে শোনালেন লম্বা অভিযোগ ! শোনালেন ৭৬ শতাংশ ভোট বৃদ্ধির কথা

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
July 16, 2023 8:25 pm

newsbazar24:  বিগত পঞ্চায়েত ভোটের তুলনায় ২০২৩ এর  পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে অনেক সাফল্য এসেছে। ভোটও অনেক বেড়েছে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এমনই  দাবি করলেন বাংলার বিজেপি নেতারা। গত শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার আগেই হঠাৎ শাহী দরবারে কেন গেলেন সুকান্ত, তা নিয়ে গেরুয়া শিবিরেই উঠেছে  নানা প্রশ্ন।

 বিজেপি সূত্রের খবর,  রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার   স্বরাষ্ট্র মন্ত্রী  শাহের কাছে অভিযোগও করেছিলেন যে আইপিএস, আইএএস-এর একটি অংশ এই রাজ্যে নির্বাচনের সময় ক্ষমতাসীন তৃণমূলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছে । সেই বিষয়ে রাজ্য নেতৃত্বের তৈরি একটি তালিকাও জমা দেওয়া হয়েছে। আর সেই তালিকা বেশ দীর্ঘ এবং রাজ্য বিজেপি তা গোপন রাখতে চায়।

 অনেক জেলার পুলিশ সুপার এবং জেলা ম্যাজিস্ট্রেটদের নামও রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে সুকান্ত বলেন, “আমি বাংলার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি অমিতজিকে ভোট-পরবর্তী সন্ত্রাস সম্পর্কেও বিস্তারিত জানিয়েছি।

বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্যের পরিসংখ্যানও শাহকে দিয়েছেন সুকান্ত মজুমদার । রাজ্য বিজেপির হিসাব অনুযায়ী, এবার দলটি ২০১৮  সালের তুলনায় তিনটি পঞ্চায়েত স্তরেই দ্বিগুণ বেশি আসন জিতেছে। সেই সময়ে এটি  ৫৬০০ টি আসনে জিতেছে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার। শাহকে দেওয়া তথ্য দাবি করেছে যে গ্রাম পঞ্চায়েত স্তরে জয় ৫৭৭৯ থেকে ১০০০৪  আসনে বেড়েছে। পাঁচ বছরে ৭৩ শতাংশ বেড়েছে। একইভাবে, পঞ্চায়েত সমিতির বৃদ্ধি ৩২  শতাংশ। জয়ী আসনের সংখ্যা ৭৬৯ থেকে বেড়ে ১০১৮  হয়েছে। আর জেলা পরিষদ পর্যায়ে আসন সংখ্যা ২২ থেকে বেড়ে ৩১ হয়েছে। বেড়েছে ৪০ শতাংশ। এটাও জানা গেছে যে মোট যোগ্য ভোটের সংখ্যা ১৩ শতাংশ থেকে বেড়ে ২৩ শতাংশ হয়েছে। রাজ্য জুড়ে তৃণমূল সন্ত্রাস সত্ত্বেও বৃদ্ধি ৭৬ শতাংশ।

শাহকে আরও বলা হয়েছে  যে এবার বাংলায় মহিলাদের ভোটের হার আশাব্যঞ্জক নয়। যদি মোট ভোটার ১০ থেকে ১৫  শতাংশ বাড়ানো যেত, তবে দলের আসন আরও অনেক বেড়ে যেত কারণ ৩০০ এর কম ভোটের ব্যবধানে অনেকগুলি  আসনে হার হয়েছে ।ঘটনাচক্রে, পঞ্চায়েত নির্বাচনের গণনা ১২ জুলাই শেষ হয়েছিল, তবে শাহ ১৪ তারিখে দলীয় নেতা ও কর্মীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। সুকান্তের সাথে সাক্ষাতের সময়, শাহ টুইট করেছেন, “পশ্চিমবঙ্গে এই রক্তাক্ত সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে ভাল করতে বাধা দিয়েছে । আগের নির্বাচনের তুলনায় বিজেপি তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ করেছে, যা প্রমাণ করে যে আমাদের প্রতি মানুষের আস্থা বেড়েছে। 

এদিকে রাজ্যের এক নেতা বলেন, ”কেন্দ্রীয় নেতৃত্ব জানেন কীভাবে বাংলায় লড়াই হয়েছিল, রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা কী ছিল। তাই রাজ্যগুলির মতো কেন্দ্রীয় নেতারাও এই ফলাফল নিয়ে চিন্তিত নন।”

রাজ্য বিজেপির এই পরিসংখ্যানকেও আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “আগের বার বিজেপির লড়াই ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ২০১৮ সালে, যেখানেই শুভেন্দু দায়িত্বে ছিলেন, সেখানেই বিজেপিকে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এবং অভিষেক ব্যানার্জি এবার নির্বাচনকে মুক্ত করেছেন। বেশি আসনে লড়াই করলে জয়ী হবেন। জয়ের হারও বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক ।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

ভারত ইজরাইলের বন্ধু বলেই কি ভারতে এই হামলা? 

জঙ্গি গুলিতে রক্তাক্ত কলকাতার বাসিন্দাও ! পেহেলগাঁওয়ে নিহত বৈষ্ণবঘাটার বিতান অধিকারী 

বিলুপ্তির পথে হলুদ ট্যাক্সি

তিন দিনব্যাপী ব্লক কৃষি মেলার উদ্বোধন হলো মালদায়

একই আবাসনের একসঙ্গে ৪৪ জন আক্রান্ত করোনায়,এই সংখ্যা আরও বাড়ার অনুমান

কেন্দ্র সরকার EPF-এর সুদের হার কমানোর প্রতিবাদে ফুলবাড়িতে অবস্থান-বিক্ষোভ INTTUC র

বাবার তৃতীয় বিয়ে মেনে নিতে পারছেন না আমির কন্যা নূপুর

যাত্রীবাহী ম্যাজিক ও রান্নার গ্যাস বহনকারী গাড়ির সংঘর্ষ, আহত ৫ জন।

ইংরেজবাজার শহরে ঢোকার দাবী নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ পুরাতন মালদার টোটো চালকদের।

রাশিফল — 19 February