Monday , 17 October 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news: দীপাবলিতে বাহারি ইলেকট্রিকের আলোয় ক্রমশ হারিয়ে যাচ্ছে মাটির প্রদীপ, চিন্তায় মৃৎশিল্পীরা

প্রতিবেদক
kartik pal
October 17, 2022 5:16 pm

কার্তিক পাল, Newsbazar 24:আগামী সোমবার কালীপুজো। আলোর উৎসব দীপাবলি (Deepavali)। কালীপুজোর রাতে মাটির প্রদীপ আমাদের আজও নস্ট্যালজিক করে তোলে। মাটির প্রদীপের আদলে নির্মিত চিনের প্রদীপ বাজার দখল করেছে মাটির তৈরি প্রদীপের। আর তাতেই কয়েক বছর ধরে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। কালীপুজো ও দীপাবলির প্রস্তুতি তুঙ্গে থাকলেও প্রদীপের চাহিদা না থাকায় চিন্তিত মালদহ জেলা সহ গোটা রাজ্যের প্রদীপ শিল্পীরা। কারণ দীপাবলীতে আগে মাটির প্রদীপের চাহিদা ছিল এখন বিভিন্ন রকমের ইলেকট্রিক ল্যাম্প, টুনি বাল্ব বাজারে আসায় মাটির প্রদীপের বাজার শেষ হতে চলেছে। যাদের তৈরি প্রদীপের আলোয় ঝলমল করত দীপাবলির রাত।, সেই মৃৎ শিল্পীদের ঘরই আজ অন্ধকার। কারণ প্রদীপের জায়গা কেড়েছে বৈদ্যুতিক মোমবাতি, টুনি লাইট ও এলইডি।
আগে একটি মৃৎশিল্পীর পরিবারের সকলেই মাটির প্রদীপ সহ অন্য জিনিস তৈরির পেশার সঙ্গে যুক্ত ছিল। এখন সেটা অনেক কমে গেছে। মৃৎশিল্পীরা দীপাবলিকে সামনে রেখে ব্যস্ত থাকতেন নানা ধরনের প্রদীপ তৈরি করতে। বেশ কয়েকজন মৃৎশিল্পীর গলায় আক্ষেপের সুর। তারা বলেন, আজকালকার ডিজিটাল যুগে যে হারে চায়না লাইট, টুনি বাল্ব ও নানা ধরনের এলইডি লাইট এসেছে, সেই তুলনায় হাতে গড়া মাটির প্রদীপের বিক্রি কমেছে। তাদের দাবি, বর্তমানে মাটি ও খড়ির দাম বেড়েছে। কিন্তু প্রদীপের দাম বাড়ছে না। বিক্রিবাটা করে কোনও রকমে খরচটা ওঠে। কালীপুজো এলেই ঘর আলো করতে মাটির প্রদীপের চাহিদা বেশ থাকত। কিন্তু গত কয়েক বছর ধরে গৃহস্থরা ঝুঁকেছেন তুলনায় সস্তা এবং বাহারি বৈদ্যুতিক আলোর দিকে। এই পরিস্থিতিতে কালিপুজোর মুখে চিন্তায় মৃৎশিল্পীরা। মাটির প্রদীপের কদর কমতে থাকায় এই কাজ ছেড়ে অনেকেই অন্য পেশার দিকে ঝুঁকছেন। আলোর উৎসব তথা দীপাবলীতে ক্রমশ হারিয়ে
যাচ্ছে মাটির প্রদীপ। তবে এই প্রদীপের চাহিদা কমলেও হাল ছাড়েননি অনেক মৃৎশিল্পীই। বাপ-ঠাকুরদার দেখানো পেশা ছেড়ে যেতে মন চাইছে না তাদের। ছেলে-মেয়েরা অন্য পেশা বেছে নিচ্ছে প্রদীপের চাহিদা কমার কারণে। না হলে যে সংসার চলবে না। তবে এরও ব্যতিক্রম আর রয়েছে। শারদীয় ও দীপাবলির সময় মাটির প্রদীপের চাহিদা অনেকটাই বেড়ে যায়। অনেক শিল্পীর দাবি, যতই নানান ধরনের আলো বাজারে আসুক না কেন আজও মাটির প্রদীপের চাহিদা কিন্তু আগের মতোই।
তাই কালীপুজো আসতেই দেখা যায় কুমোর পাড়ায় মাটির প্রদীপ ঘট তৈরি করার কাজে ব্যস্ত। কিছুটা হলেও অর্থ উপার্জন হবে এই আশায় তারা মাটির সরঞ্জাম তৈরি করতে ব্যস্ত। এমনই চিত্র দেখা গেছে মালদহ জেলার হবিবপুর ব্লকের আইহো কেন্দ পুকুর সহ অন্যান্য এলাকায়।বাঙালীর ঘরে ঘরে কালী পুজোতে মাটির প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। পঞ্চপ্রদীপ জ্বালানো হয় দীপাবলীর রাতে।
মৃৎশিল্পী রামা শংকর পাল জানান,বর্তমানে আধুনিক লাইট থেকে শুরু করে ইলেক্ট্রিক প্রদীপে ছেয়ে গিয়েছে বাজার।এখন বাজারে মাটির প্রদীপের চাহিদা অনেকটাই কমেছে।শুধু রীতি মেনে পুজোতে ধুনুচি প্রদীপ ঘট নেওয়া হয় কালীপুজো ও দীপাবলীতে মাটির প্রদীপ জ্বালানো হয়।তাই কালীপুজো ও দীপাবলীর আগে মালদহের বিভিন্ন প্রান্তের কুমোরপাড়ায় মাটির প্রদীপ তৈরির ব্যস্ততা।পুজোর সময় ছাড়া অন্যান্য সময় মাটির বিভিন্ন পাত্র দইয়ের ভার তৈরি করে থাকেন এই মৃৎ শিল্পীরা। তিনি আরো বলেন তাদের পূর্বপুরুষরা এই মাটির ঘট,ধুনুচি,প্রদীপ মাটির সামগ্রিক তৈরি করতেন তিনিও সেই কাজ করে আসছেন।
অনেক মৃৎশিল্পীর দাবি, এই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে উদ্যোগী হতে হবে। একটা সময় এই কুটির শিল্পের জন্য ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যেত। কিন্তু আজ আর সেই ব্যাঙ্ক ঋণের টাকাও শিল্পীরা পান না। ফলে পূর্ব পুরুষদের এই পেশায় বর্তমান প্রজন্মের কেউ আর এগিয়ে আসতে চাইছেন না। তবে আগামীদিনে মাটির প্রদীপের চাহিদা আবারও বাড়বে বলে আশা মৃৎশিল্পীদের।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মুর্শিদাবাদের সাগরদিঘীতে নির্বাচনী প্রচারে তৃণমূলের বিদায়ী সাংসদ ও অভিনেতা দেব

মালদা ডিআরএম অফিস চত্বরে শুরু হলো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম পরিষেবা।

Malda news:বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল মালদহের হবিবপুরের লাল চাঁদপুরে

মাউন্ট ইউনাম জয় করে ঘরে ফিরলেন মেমারির রাজা।

পাথরপ্রতিমার ‘বীজধানের মেলা’ জমে উঠেছে সবদিক থেকে 

Malda:আবাসের তালিকায় নাম নেই, পাকা ঘরের দাবিতে অফিসের গেটে ধর্নায় মহিলারা

এক স্টেশন এক পণ্য প্রকল্পের দুটি স্টলের উদ্বোধন মালদা স্টেশনে, ক্ষুদ্র উদ্যোক্তাদের মুখে হাসি

ইটাহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী অভিযানের ১২০০ মিটার ঢালাই রাস্তার কাজের সূচনা

জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে শিশু সুরক্ষা নিয়ে এক সচেতনতা শিবির

Malda news: चोरी की गई मोटरसाइकिल सहित दो गिरफ्तार।