Malda Durgotsab:এবারের ঝংকার ক্লাবের দুর্গা পূজার মন্ডপে ভরতনাট্যমের থিম

Newsbazar24 :-মালদহের ঐতিহ্যবাহী প্রাচীন পুজো গুলোর মধ্যে অন্যতম ঝংকার ক্লাবের দুর্গাপূজা। একটা সময় এই পুজো দেখার জন্য মালদহের মানুষ উৎসুক হয়ে থাকত। তবে ধীরে ধীরে পুজোর জৌলুস কমলেও এখনো মানুষের মুখোমুখি ফেরে এই পুজোর কথা। মালদহের মানুষ এখনো ঝংকার ক্লাবের প্রতিমা দেখার জন্য উৎসুক হয়ে থাকে। এবার এই পুজো ৭৫ বছরে পদার্পণ করল।
পুজো কমিটির পক্ষে অনিক রায় আমাদের প্রতিনিধিকে জানালেন, এবারে এই পুজোর থিম পূরাণের ভরত মুনির নাট্যশাস্ত্রের অষ্ট রস। দুর্গাপূজার মন্ডপে ভরতনাট্যমের মুখটা তুলে ধরা হয়েছে। ভরতনাট্যমের বিভিন্ন নাচের ভঙ্গিমার ছটা মূর্তি এখানে থাকবে। আমাদের মৃৎশিল্পী প্রতিবারের ন্যায় এবারও সুকুমার পন্ডিত। দীর্ঘ প্রায় ২২ বছর ধরে তিনি আমাদের এই পুজোর মূর্তি গড়ছেন। মন্ডপ সজ্জায় রয়েছেন আমাদের ক্লাবের সদস্যরা। আমাদের পূজো খুবই অল্প বাজেটের, তাই আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে প্যান্ডেল তৈরি করি। এছাড়াও আমাদের প্যান্ডেলে থাকবে বেশ কিছু হাতের কাজ। এই হাতের কাজের দায়িত্ব রয়েছেন সুকুমার বাবুর মেয়ে ব্রততী দাস তার সাথে রয়েছেন দুই শিশু শিল্পী। মন্ডপে সরকারি নির্দেশিকা মেনে আমরা প্লাস্টিক ও থার্মোকল বর্জন করেছি। যদিও আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবার মণ্ডপে কোন থার্মোকল বা প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করা হবে না। মন্ডপে রয়েছে ফোমের কাজ। তিনি আরো বলেন আমরা আশা করি প্রতিবারের ন্যায় এবারেও আমাদের পুজো মণ্ডপে মানুষের ঢল নামবে।