Saturday , 10 September 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

নাসিরের খাটের তলায় লুকিয়ে রাখা ছিল ১৫কোটি টাকা , কে এই নাসির ? কিভাবে এত টাকার মালিক ?

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
September 10, 2022 8:21 pm

news bazar24:  গার্ডেনরিচ এলাকার এক ঘিঞ্জি সরু গলির মধ্যে বাড়ি থেকে আজ কোটি কোটি টাকা উদ্ধার। যার বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে তার নাম নিসার আহমেদ খান। এই খানের বাড়ির মধ্যে খাটের তলায় লুকিয়ে রাখা ছিল কোটি কোটি অঙ্কের টাকা ।ব্যবসায়ী নাসির আহমেদ খানের বাড়ি থেকে  উদ্ধার হয়  ১৫,০০০,০০,০০ টাকা।

শনিবার গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রথমে ৭ কোটি টাকা উদ্ধার করে ইডি। পরে ৮টি মেশিনে গোনার পর সেই অঙ্কটা পৌঁছে যায় ১৫ কোটির অঙ্কে। জানা যায়, গেমিং অ্যাপে প্রতারণার মাধ্যমেই এই বিপুল অঙ্কের টাকা সঞ্চয় করে চলছিলো নাসির । আর প্রাথমিক তদন্তে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে আমির খানকে।

 আজ দুপুরের পর আশপাশের বাসিন্দারাও অবাক এই টাকার অঙ্কের কথা শুনে। নাসিরের বাড়ির লোকেদের চালচলনও খুব যে বিলাসবহুল ছিলো  তাও নয়। একেবারে সাধারণ, মধ্যবিত্ত ঘরের মতো। আর সেই কারনেই  এমন বাড়ি থেকে কোটি কোটি অঙ্কের টাকার পাহাড় উদ্ধার হওয়ায় তাজ্জব এলাকাবাসীরা।

কে এই নাসির ?

গার্ডেনরিচ এলাকায় একটি সরু গলির মধ্যে নিসার খানের পুরাতন দোতলা বাড়ি। বাইরে থেকে দেখে মনে হবে বহু পুরাতন বাড়ি। নাসিরের বয়স সত্তরের ঘরে। পেশায় পরিবহণ ব্যবসায়ী। খোঁজখবর নিয়ে জানা যায়, বিভিন্ন কন্টেনারের ব্যবসা রয়েছে তাঁর। আর এই ব্যবসা দীর্ঘদিনের । এর পাশাপাশি নাসিরের আমদানি-রফতানির ব্যবসা রয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। নাসিরের তিন ছেলে। তাদের মধ্যেই একজন আমির। যে এই  ঘটনায় মূল অভিযুক্ত।

কী এইনাগেটগেমিং অ্যাপ ?

‘ই-নাগেট’ নামের এই গেমিং অ্যাপটি তৈরি করেছিল নাসের আহমেদ খানের ছেলে আমির খান। মূলত, মানুষকে প্রতারণা করার জন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছিল বলে তদন্তকারীদের খবর । শুরুর দিকে আর পাঁচটা সাধারণ গেমিং অ্যাপের মতোই চলত। ওই গেমিং অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের আগ্রহ বাড়াতে ওয়ালেটে কমিশন হিসেবে টাকা দেওয়া হত। যে টাকা ইচ্ছামতো সময়ে সহজেই তুলে নিতে পারতেন ব্যবহারকারীরা। ফলে ব্যবহারীদের কারও মনে কোনও সন্দেহও ছিল না। ফলে তাঁরা আরও বেশি বেশি করে টাকা এই গেমিং অ্যাপের জন্য ব্যবহার করতে শুরু করেন। এরপরই সুযোগ বুঝে ব্যবহারকারীর  সব টাকা হাতিয়ে নিত।

কীভাবে প্রতারণা করা হয়েছিল গেমিং অ্যাপের মাধ্যমে ?

যখন অ্যাপ ব্যবহারকারীরা বিশ্বাস করে নিত  অ্যাপটি ঠিকঠাক কাজ করছে , তখন তাঁরা আরও বেশি অর্থ এই অ্যাপে ব্যবহার করতে শুরু করে বড় অঙ্কের টাকা ব্যবহার করতো এই ভেবে যে  আরও বেশি টাকা তাঁরা ফেরত পাবেন। আর তাতেই হল কাল। ব্যবহারকারীরা যখনই একটি মোটা অঙ্কের টাকা এই অ্যাপে বিনিয়োগ করে ফেললেন, তখনই হঠাৎ করে টাকা তোলার অপশনটি বন্ধ করে দেওয়া হয় অ্যাপে। অজুহাত দেওয়া হয়, সিস্টেম আপগ্রেডেশন। এরপর সব ব্যবহারকারী আগের প্রোফাইলের যাবতীয় তথ্য উড়ে যায়। আর ততক্ষণে অনেক দেরি হয়ে যেত।

পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে পার্ক স্ট্রিট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয় আমির খান এবং অন্যান্যদের বিরুদ্ধে। সেই সূত্র ধরেই এদিন অভিযানে নামে ইডির তদন্তকারী দল। আর তাতেই খুলে যায় এই ফাঁদের রহস্য।

 

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

পানাগড়ে তৈরী হচ্ছে সার কারখানা 

পথ-‌দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ছাত্রের

Malda:ভোটে হেরে যাওয়াতে ইংরেজবাজার পৌরসভার পৌরকর বৃদ্ধির সম্ভাবনার অভিযোগ বিরোধীদের, নস্যাৎ চেয়ারম্যানের

প্গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রখ্যাত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র

ঋতু পরিবর্তনে হঠাৎ ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়লে কি করতে হবে, আসুন জেনে নেই

দুধ খেলেন ‘মৃত’! হাসপাতালে নিয়ে যেতে ‘দ্বিতীয় বার’ মৃত্যু! মুর্শিদাবাদে শোরগোল

Independence day celebration at Malda:জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস

Panchayat Election Clash:মালদহে নির্বাচনী সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে, বোমাবাজি, বাড়ি ভাঙচুর

ধ্বংস্তূপের মধ্যে এখনও আটকে রয়েছেন ১৮ জন।এখনও পর্যন্ত উদ্ধার ২ টি মরদেহ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরেও করোনার থাবা, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২।