Durand Cup 2022:ইন্ডিয়ান নেভির সাথে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট ইস্টবেঙ্গল

Newsbazar 24:-মরশুমের প্রথম ম্যাচ তথা ডুরান্ড কাপের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল ইমামী ইস্টবেঙ্গলকে।এর আগে কলকাতার আর এক প্রধান এটিকে মোহনবাগানকে প্রথম ম্যাচে পরাজয় স্বীকার করতে হয়েছিল।
গোল মুখে শুটিংয়ের দুর্বলতা আর ছন্নছাড়া ফুটবলের জন্য ৯০ মিনিট শেষে একরাশ হতাশা নিয়েই স্টেডিয়াম ছাড়তে হল লাল-হলুদ ফুটবলার এবং সমর্থকদের। ইন্ডিয়ান নেভির সাথে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে। প্রাক্তন ভারতের জাতীয় দলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ইস্টবেঙ্গলের কোচ হিসেবে এসেও আস্থা রেখেছিলেন ফুটবলারদের উপর। ম্যাচের প্রথম দিকে কোচের সেই আস্থার মর্যাদাও রাখেন ফুটবলাররা। বারবার আক্রমণ শানান তারা। কিন্তু গোল মুখে গিয়ে তারা ব্যর্থ।
প্রথম ২০ মিনিট দাপটের সঙ্গে খেলেও গোল মুখ খুলতে ব্যর্থ লাল-হলুদ স্ট্রাইকাররা।
গোলের বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সুমিত পাসিরা। এমনকী ফ্রি-কিক, কর্ণারকে কাজে লাগিয়েও এদিন গোল করতে পারলেন না তাঁরা। যে দলের বিরুদ্ধে তিন পয়েন্ট কাম্য ছিল। ফরওয়ার্ড লাইনে এখনও গলদ রয়েছে সেটা তিনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন কনস্ট্যান্টাইন।
গতকাল মহামেডান জামসেদপুরের বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করেছে।