CBI Raid :অনুব্রতর রাইস মিলে হানা দিয়ে সিবিআইয়ের চক্ষু চড়কগাছ!

Newsbazar 24:-গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে ইতিমধ্যে বীরভূমের দৌর্দন্ড প্রতাপ তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। ইতিমধ্যে তার বেশ কিছু সম্পত্তির হদিশও পেয়েছে তারা।
তদন্তে নেমে ‘ভোলে ব্যোম’ রাইস মিলে নজর পড়েছে সিবিআই-এর। যদিও বীরভূমের একাধিক রাইস মিলের তথ্য সিবিআই এর কাছে এসেছে।
এবার সেই সূত্রেই এদিন সকালে এই রাইস মিলে হানা দেয় সিবিআই।কিন্তু,সিবিআই আধিকারিকরা সেখানে ঢুকতে গেলেই এদিন বাধা দেয় রাইস মিলের নিরাপত্তা রক্ষীরা। দীর্ঘক্ষণ টালবাহনার পর তাদের কে রাইস মিলে ঢুকতে দেওয়া হয়। আর সেখানে ঢুকেই সিবিআই আধিকারিকরা দেখতে পান, অনুব্রত মণ্ডলের রাইস মিলে দামিদামি গাড়ির সারি। দেশি, বিদেশি গাড়ির সারি দেখে চমকে ওঠে সিবিআই।

সূত্রের খবর, ওই রাইস মিলে যে গাড়িগুলি পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি গাড়ি করেই কলকাতায় আসতেন অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, মিলের মালিকানা সম্পর্কিত যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই ব্যোম ভোলে মিলে মাঝেমধ্যেই বসতেন অনুব্রতর মেয়ে সুকন্যা নিজে। যিনি প্রাথমিক স্কুলের শিক্ষিকাও বটে। তাঁর ফেসবুক প্রোফাইলেও এই মিলের নাম লেখা রয়েছে। সূত্রের খবর, ২০১১ সালে এই মিলটি জনৈক হারাধন মণ্ডলের কাছ থেকে কিনে নিয়েছিলেন অনুব্রত। ইতিমধ্যেই অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যে অনুব্রত ও তাঁর আত্মীয়দের ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে।