৩ মাস পর জামিনের আবেদন বালুর ! তিনি নির্দোষ বলে দাবি করলেন আদালতকে

news bazar24: এর আগে রেশন দুর্নীতিতে তার নাম জড়িয়েছিল। তিনি জেলেও ছিলেন। দুই দিন আগে তাকে বনমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে। এর একদিন পরই জামিনের জন্য আদালতে যান জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেপ্তারের ১১৩ দিন পর এই প্রথম তিনি জামিনের জন্য আবেদন করলেন।

শনিবার কলকাতা সিটি দায়রা আদালতে জামিনের আবেদন করেন জ্যোতিপ্রিয়। তিনি জামিনের পক্ষে দুটি যুক্তি দেন। সবার আগে তিনি আদালতকে তার অসুস্থতার কথা জানান। তাই এমন অবস্থায় তিনি জামিন চেয়েছেন। দ্বিতীয়ত, বালু রেশন ইস্যুতে তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি এই ‘দুর্নীতি’র সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন। তাই তাকে জামিন দেওয়া উচিত। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ ফেব্রুয়ারি।

গত ২৭ অক্টোবর সকাল ৩ঃ৩০ নাগাদ জ্যোতিপ্রিয়াকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর তাকে আদালতে তোলা হয়। প্রথমে অসুস্থ হয়ে পড়েন তিনি।  তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছে। সেখান থেকে সুস্থ হয়ে কারাগারে যান। এরপর থেকে বালু কারাগারে। তাকে কয়েকবার আদালতে হাজির করা হয়। একবারও জামিনের আবেদন করেননি।এই প্রথম করলেন ।