সুসজ্জিত শোভাযাত্রা সহকারে গোটা শহর পরিক্রমার পর মালদার দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পেশ

Newsbazar24 : সুসজ্জিত শোভাযাত্রা সহকারে গোটা শহর পরিক্রমার পর উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হান ও প্রসূন ব্যানার্জি মনোনয়ন পত্র জমা দিলেন।
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল শুরু হয়। অন্যদিকে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসুন ব্যানার্জির সমর্থনে পুরাতন মালদার সাহাপুর থেকে শুরু হয় সুসজ্জিত শোভাযাত্রা। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। মিছিলে ছিলেন মালদার দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হান ও প্রসূন ব্যানার্জি, জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা চেয়ারম্যান সমর মুখার্জী,মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন,মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি বাবলা সরকার, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দেন দক্ষিণ মালদা ও উত্তর মালদা তৃণমূল প্রার্থী। কর্মী সমর্থক ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে দুই প্রার্থী বলেন, এই নির্বাচনে আমাদের প্রধান ইসু উন্নয়ন, এছাড়া মালদার গঙ্গা ভাঙ্গন সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ গোটা গৌড়বঙ্গ জুড়ে। যেভাবে আমাদের এই নমিনেশন কে কেন্দ্র করে গোটা জেলার মানুষের ঢল নেমেছে তাতে আমরাও আশাবাদী যে মালদার দুই কেন্দ্রে এবার ঘাসফুল ফুটছেই।