সুতির আহিরন ব্যারেজ মাঠে পলিত হলো জেলার সব চেয়ে বড় গণেশ পুজো

news bazar24: গণেশ পুজোর উদ্বোধনের মধ্যদিয়ে পলিত হলো পয়লা বৈশাখ। আজ রবিবার,১৪ ই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন, আর এই দিনেই গণেশ পুজোর উদ্বোধন হলো সুতির আহিরন ব্যারেজ মাঠে।
জানা যায় যে, মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত আহিরন ব্যারাজ মাঠে জেলার মধ্যে সব চেয়ে বড় গণেশ পুজো। পাঁচদিন ব্যাপী এই গণেশ পুজো চলবে বলেও জানা গেছে। মুর্শিদাবাদের মধ্যে এই পূজো এতোটাই বৃহৎ দূর দূরান্ত

থেকে লোক জন এই পূজো দর্শন করতে আসে।
আজকের এই পূজো উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র সুদীপ রাহা, মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদ জেলা খাদ্যকর্মদক্ষ মন্টু রহমান, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ ।
এছাড়াও উপস্থিত ছিলেন জুয়েল রানা, সুভাষ লালা, সুতি -১ ব্লকের যুব সভাপতি সুপ্রিয়ো দাস।
আজকের এই পূজো উদ্বোধন করার জন্য সুদূর কলকাতা থেকে আসেন সুদীপ রাহা।
জেলার বৃহত্তম গণেশ উৎসব অনুষ্ঠানটি গোল্ড স্টার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় বলেও জানান ক্লাবের সদস্য।