সুকন্যার সম্পত্তি কি ভাবে বাড়ে ? কোন সাল থেকে টাকায় ফুলে ওঠে সুকন্যা ?

  news bazar24 :    জানা গেছে গরুপাচার মামলায় CBI এর আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে ৩৫ পৃষ্ঠার চার্জশিট পেশ করে সেই মতে

সুকন্যার সম্পত্তি –
পেশায় প্রাথমিক শিক্ষিকা সুকন্যার বেতন ২০১২-১৩ আর্থিক বছরে বার্ষিক আয় ছিল ৩ লক্ষ ১০ হাজার টাকা। এটা স্বাভাবিক ।
এর পরের বছরে ২০১৩-১৪ সালে পরের বছর তা বেড়ে হয়েছিল ৮.৫ লক্ষ টাকা।
তার পরের বছর অর্থাৎ ২০১৪-১৫ সালে ব্যঙ্কে সেভিংস একাউন্ত এ মোট সঞ্চিতর পরিমান ১০ লক্ষ টাকার কিছু বেশি।
এরপর- ?
২০১৫-১৬ আর্থিক বছরে অনুব্রতর মেয়ে বীরভূমের সুকন্যার বার্ষিক আয় লং জাম্প দিয়ে বেড়ে হয় ৪৯ লক্ষ ৩২ হাজার টাকা।
তারপরের বছর স্বাভাবিক, বাড়ে মাত্র ২ লক্ষ টাকার মত।
২০১৮-১৯ সালে ফের ল-ং জাম্প। এই বছর আয়কর রিটার্নে সুকন্যা তাঁর আয় দেখিয়েছিলেন ১ কোটি ২৯ লক্ষ টাকা।

এরপর ২০১৯ -২০ আর্থিক বছরে আয় হয়েছে ১.৪৫ কোটি টাকা ।

আর ২০-২১-এ তাঁর আয় হয়েছে বছরে ৯২ লক্ষ ৯৭ হাজার টাকা।

তবে এই হিসেবে গুলি কিন্ত তাঁর নামে থাকা চালকল বা সংস্থাগুলির আয়ের হিসাব অনুযায়ী নয় ।

খালি কি তাই ? এছাড়াও তাঁর নামে রয়েছে ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও ।