রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে নজরুল গীতি,বাংলার প্রতি কোনও বিশেষ বার্তা কি?

Newsbazar24::পূর্ব ঘোষণা মত আগামী সোমবার ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে গোটা দেশ সহ প্রবাসী ভারতীয়রাও মেতে উঠেছে৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অগণিত মানুষ অযোধ্যায় সমবেত হয়েছেন। এবার রাম মন্দির উদ্বোধনের দুদিন আগে এর সাথে জুড়ল বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাম। তাঁর লেখা গান নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, রামভক্তির উজ্জ্বল নিদর্শন হিসাবে বাংলার কথাও উল্লেখ করলেন তিনি৷
মোদি শনিবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রভু শ্রী রামের প্রতি প্রবল ভক্তি ও শ্রদ্ধা আছে৷ আপনাদের জন্য রইল বিখ্যাত নজরুলগীতি ‘মন জপ নাম’৷’ সেখানে পায়েল কর নামে এক শিল্পীর গাওয়া একটি নজরুলগীতি পোস্ট করলেন তিনি৷
এই গানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কি বাংলার প্রতি কোনও বিশেষ বার্তা দিতে চাইলেন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা রাজনৈতিক মহলে।