মৈত্রী ও মিতালী এক্সপ্রেস এর যাত্রা সাত দিন বন্ধ থাকবে, জানতে পড়ূন

Newsbazar 24: ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রীর বন্ধন হিসেবে চালু হওয়া মৈত্রী এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস আগামী সাতদিন বন্ধ থাকবে বলে জানা গেছে।
ভারত ও বাংলাদেশে মধ্যে যাতায়াতের সবথেকে সহজ মাধ্যম রেল পরিষেবা। এই দুই পরিষেবার মধ্য দিয়ে যাত্রীরা সহজেই কলকাতা ও শিলিগুড়ি থেকে সরাসরি ঢাকা যেতে ও আসতে পারেন। তবে এই দুটি ট্রেন এক সপ্তাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে মুসলিম সমাজের মহোৎসব ঈদ পালনের জন্য প্রায় ৭ দিন বন্ধ থাকবে এই দুটি ট্রেন।
ঘোষণা অনুযায়ী জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং আগামী ২০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ থাকবে। যদিও কলকাতা-খুলনা রুটের বন্ধন এক্সপ্রেসের পরিষেবা থাকবে স্বাভাবিক। বন্ধন এক্সপ্রেস যেমন প্রতিদিন পরিষেবা দিয়ে থাকে ঠিক সেই সময় অনুযায়ী পরিষেবা দেবে।