মালদা জেলা জুড়ে  পালিত হলো দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন

 news bazar24: সারা দেশের সাথে মালদা জেলাতেও পালিত হচ্ছে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন। তারই অঙ্গ হিসাবে মালদা জেলা প্রশাসনিক ভবনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকেরা। পতাকা উত্তোলন করার পরে নেতাজি সুভাষচন্দ্র মূর্তিতে মাল্যদান করেন জেলাশাসক পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। এরপর একের পর এক দেশাত্মবোধক গানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তব্যের মধ্যে জেলা শাসক নীতির সিংহানিয়া ৭৫ তম স্বাধীনতা দিবসে সকল মালদা বাসিকে শুভেচ্ছা জানান। এর পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার ৭৫তম স্বাধীনতা দিবস পালন করল পতাকা উত্তোলন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এর পাশাপাশি মালদা মার্চেন্ট স চেম্বার অফ কমার্সে পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি জয়ন্ত কুন্ডু, এছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক উত্তম বসাক সহ সংগঠনের সদস্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশাল আর্ট প্রতিযোগতার আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী শাখা সংগঠনেরা স্বাধীনতা দিবস পালন করলো ও পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা ও হরেন চৌধুরী। ভারত-বাংলাদেশ সীমান্তে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করলো। উপস্থিত ছিলেন ওই সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ ,সম্পাদক ভূপতি মন্ডল সহ অন্যান্যরা। এছাড়া বিভিন্ন ব্লক ও পৌরসভাতেও স্বাধীনতা দিবস পালন পালন করা হয়।