No Comments

মালদহ শহরের বিভিন্ন বিদ্যালয় চলছে ১৫-‌১৮ বছরের পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচি।

  উত্তম বিশ্বাস,  newsbazar 24:: মালদহের ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে জেলা স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় সরকারি নির্দেশিকা মেনে ইংলিশবাজার শহরের বিভিন্ন স্কুলে ইতিমধ্যে শুরু  হয়েছে ১৫-‌১৮ বছরের পড়ুয়াদের টিকাকরণের কর্মসূচী। 

শনিবার মালদহ গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়, বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়-‌সহ বেশ কয়েকটি স্কুলে ১৫-‌১৮ বছরের মধ্যে পড়ুয়াদের টিকাকরণের কর্মসূচি গ্রহণ করা হয়।  এদিন মালদা গার্লস উচ্চ বিদ্যালয়ে সকাল ১০.‌৩০ টা থেকে টিকাকরণ শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। ১০৪০ জনের টিকাকরণের কর্মসূচি রয়েছে। এদিন ৪০৪ জনকে দেওয়ার কথা।  প্রধান শিক্ষিকা সুতপা চ্যাটার্জি বলেন, ‘‌স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসে সুষ্ঠুভাবে টিকাকরণ চালাচ্ছেন।  কিছু কিছু পড়ুয়া ভয় পাচ্ছে, সেখানে আমরা বুঝিয়ে তাদের টিকাকরণে উদ্বুদ্ধ করছি।’‌