No Comments

মকর সংক্রান্তি কি? এদিন কি কি নিয়ম পালিত হয়।।

 ঋতুপর্ণা সাহা,newsbazar 24:: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই মকর সংক্রান্তি । এইদিন দেশের বিভিন্ন অঞ্চলে ধূমধাম করে পালন করা হয় মকর সংক্রান্তি। এদিন থেকে সূর্যের উত্তরায়ন শুরু হয়। এদিন থেকে রবিশস্য ঘরে তোলার উৎসব হিসেবে পালন করা হয়।

মকর সংক্রান্তির দিন যা যা নিয়ম পালিত হয় ঃ 

     >মূল প্রথা হল গঙ্গাস্নান, অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষ্যে বিশেষ খাবার দাবার তৈরি করা।

      >নানা ধরনের পিঠে ও পায়েস তৈরির প্রথা রয়েছে এই দিন আমাদের রাজ্যে ।

      >মকর সংক্রান্তি থেকেই যেহেতু সূর্যের উত্তরায়ন শুরু হয়, তাই এই দিনটি বসন্ত ঋতুকে স্বাগত জানানোর দিন হিসেবে পালন করা হয়।

      >দেশের বেশিরভাগ রাজ্যের মকর সংক্রান্তি কৃষি উত্সরব হিসেবে ও পালন করা হয়।

      >এই দিন যারা বাইরে কাজ করেন তাঁরা ঘরে ফিরে আসেন।

      >পিঠে ও পায়েস তৈরির পাশাপাশি অন্য রাজ্যগুলির কোথাও দইচিড়া, কোথাও খিচুড়ি এবং কোথাও গুড় বা তিলের মিষ্টি তৈরি করা হয়ে থাকে।

      >আবার কোথায়ও বা বনফায়ার এবং ঘুড়ি ওড়ানো হয়।