বিস্ময়কর শিশু মোহাম্মদ জোরেজ

Newsbazar24:দেশে তথা পৃথিবীতে নানান সময়ে এমন কিছু মানুষ জন্মেছেন যাদের জন্মের লগ্ন থেকেই সৌভ্যাগ্যের সবটা উজার করে দিয়েছেন সৃষ্টিকর্তা। এই অবাক করা সৌভাগ্যকে কাজে লাগিয়েই অল্প বয়সেই তারা হয়ে উঠেছেন সকলের কাছে এক আশ্চর্যের বিষয়।
কথাগুলো শুনতে খানিকটা অন্যরকম মনে হলেও বাস্তবে এমন অনেক শিশু জন্ম নিয়েছে যুগে যুগে। তারা দিনকে দিন পৃথিবীর বুকে সেই ক্ষমতাগুলোর প্রদর্শনের মাধ্যমে খুব ছোটবেলাতেই হয়ে উঠেছে প্রচুর খ্যাতির অধিকারী। এমনই এক বিস্ময়কর শিশু মহম্মদ জোরেজ। বর্তমানে তার বয়স নয় বছর। সে মাত্র নয় মাসে পবিত্র কোরআন মুখস্থ করে কোরানে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের জামিউল উলুম সুকরিয়া তুলসীহাটা বাস স্ট্যান্ড মাদ্রাসা থেকে সে হাফেজ হয়েছে বলে জানান মাদ্রাসার শিক্ষকরা।জানা গিয়েছে,শিশু হাফেজ মহম্মদ জোরেজ এর বাড়ি বিহার রাজ্যের কাঁটিহার জেলার বালিয়াবেলুন থানার বাঘুয়া কালদাসপুর গ্রামে।জোরেজ এর এই সাফল্যে গর্বিত তাঁর বাবা-মা থেকে শুরু করে শিক্ষকরা।পরিবার সূত্রে জানা গিয়েছে,বাবা মহম্মদ নুর আলম পেশায় একজন দিনমজুর।চার ভাইয়ের মধ্যে জোরেজ তৃতীয়। মাদ্রাসার শিক্ষক হাফেজ ও কারি মহবুব আলম জানান,তিনি দীর্ঘ ২৯ বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। দেড় বছর আগে মহম্মদ জোরেজ কে এই মাদ্রাসায় ভর্তি করানো হয়।তার হাফেজ হতে সময় লেগেছে মাত্র নয় মাস।শুরু থেকে এখনও পর্যন্ত এই মাদ্রাসায় অধ্যয়ন করছে সে।তিনি আরো জানান,বর্তমানে এই মাদ্রাসায় ১৫০ জন ছাত্র রয়েছে।এরমধ্যে ৭০-৭৫ জন ছাত্র মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করছে।নভেম্বর ও ডিসেম্বর মাসে আরো পাঁচজন ছেলে হাফেজ হবেন।