বিশ্ব জিমন্যাস্টিকের আসরে ব্রোঞ্জ লাভ এক বঙ্গ তনয়ার

Newsbazar24: বিশ্ব জিমন্যাস্টিকের আসরে সফল আবারও এক বঙ্গ তনয়া। এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিক্সে আগরতলার বঙ্গকন্যা দীপা কর্মকার
প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছিলেন। মহিলাদের ভল্ট ইভেন্টে প্রোদুনোভা ভল্টে গোটা বিশ্বের সামনে ভারতের নাম তুলে ধরেছিলেন যদিও অল্পের জন্য ব্যর্থ হন। চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। দীপার পর আবারও এক ভারতীয় জিমন্যাস্ট উঠে এসেছে যে আগামী দিনে ভারতবাসীকে অলিম্পিক জয়ের স্বপ্ন দেখাবে। তিনি হলেন প্রণতি নায়েক।
পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা প্রণতি নায়েক মিশরের কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব জিমন্যাস্টিকের আসরে ব্রোঞ্জ জিতলেন। চলতি বছরের অলিম্পিকের ছাড়পত্র পাওয়ার দিকে আরো এক পা এগিয়ে গেলেন। জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে প্রণতি ভল্ট ইভেন্টে ১৩.৬১৬ পয়েন্ট স্কোর করে তৃতীয় হন। সোনার পদক লাভ করেন উত্তর কোরিয়ার আন চ্যাং ওক। তার স্কোর ১৪.২৩৩। রুপোর পদক পেলেন বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভার। তাঁরও স্কোর ১৩.৬১৬।
প্রণতির সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এক্স (সাবেক ট্য়ুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘কায়রোতে অনুষ্ঠিত, জিমন্যাস্টিক্স বিশ্বকাপের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য বাংলার প্রণতি নায়েককে অভিনন্দন জানাই’ প্রণতি তৃতীয় ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে, জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে পদক জিতলেন প্রণতি। অতীতে অনুণা রেড্ডি ও দীপা পদক জিতেছিলেন।