বাংলায় দেখানো যাবে না ‘দ্য কেরালা স্টোরি’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Newsbazar24: বাংলায় নিষিদ্ধ করা হল সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। জানা গিয়েছে ছবিটি নিষিদ্ধ করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন জানান, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে এই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হল। এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই নিষিদ্ধ করা হল। যে যে প্রেক্ষাগৃহে এই ছবি চলছে তাদের মালিককে বলা হবে এই ছবি বন্ধ করার জন্য। কাল থেকেই এই ছবির সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হবে। যদি এরপরও কোনও হলে এই ছবি দেখানো হয় তাহলে সেই হলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গত ৫ মে মুক্তি পায় সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদাহ্ শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানি। ৫ মে মুক্তির পর থেকে এই ছবি মোট ৩০ কোটি টাকার ব্যবসা করেছে।