No Comments

পুলিশ প্রশাসনেও করোনার থাবা এবার আক্রান্ত মালদহ রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া।

উত্তম বিশ্বাস, newsbazar 24::মালদহ জেলায় করোণা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাধারন প্রশাসনের আমলা থেকে শুরু করে সাধারণ কর্মচারীরাও আক্রান্ত। এবার পুলিশ প্রশাসনেও থাবা বসালো করোণা।  পশ্চিমবঙ্গ পুলিশের  মালদহ রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া করোনায় আক্রান্ত । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুদিন ধরে সামান্য জ্বর নিয়ে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায়  তার লালারসের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সকালে জানা যায় তার রিপোর্ট পজেটিভ। তিনি বাড়িতেই রয়েছেন।

 এদিকে, বৃহস্পতিবার মালদহ জেলায় নতুন করে আরও ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় জেলা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে করোনা আক্রান্ত দুজন রোগী এখন ভর্তি আছেন।