দোহায় ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রোতে সোনা লাভ নিরজ চোপড়ার

Newsbazar 24 আবারও নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন। এবারে কাতারের রাজধানী দোহায় ডায়মন্ড লিগে। তিনি শুক্রবার দোহায় ৮৮.৬৭ মিটার জ্যাভলিন থ্রো করলেন। কাতার স্পোর্টস ক্লাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
চেক প্রজাতন্ত্রের জাকুব ভ্যাডলেখ ৮৮.৬৩ মিটার দূরে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় হলেন।। টোকিও অলিম্পিক্সেও নীরজের কাছে হেরেই সোনা পান ভ্যাডলেখ।
তৃতীয় হলেন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডার্স পিটার্স। ২০২২-এ তিনি ৯৩.০৭ মিটার থ্রো করে দোহা ডায়মন্ড লিগে সোনা জেতেন। এবার ৮৫.৮৮ মিটার থ্রো করলেন পিটার্স।
ট।
দোহা ডায়মন্ড লিগে প্রথম থ্রোয়েই ৮৮.৬৭ মিটার দ্বিতীয় থ্রো হয় ৮৬.০৪ মিটার , তৃতীয় থ্রো ৮৫.৪৭ মিটার। চতুর্থ থ্রোয়ে ফাউল করেন।পঞ্চম ও ষষ্ঠ থ্রো হয় যথাক্রমে ৮৪.৩৭ মিটার ও ৮৫.৬২ মিটার।
ডায়মন্ড লিগে বিশ্বের অন্যতম সেরা অ্যাথলিটদের বিরুদ্ধে লড়াই করে ফের ডায়মন্ড লিগে প্রথম স্থানে শেষ করলেন নীরজ। শুক্রবারের সাফল্যের পর নীরজ জানান, তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো জায়গায় ছিলেন। চলতি বছরে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স দেখিয়েই প্রথম হলেন নীরজ।