জলপাই গুড়িতে ভোট দিলেই মিলছে ফুলকা লুচি গরম-গরম লুচি, কাবলি ছোলা , পনির তরকারি ও ভাত

news bazar24 : আজ লোকসভা ভোট উৎসবের প্রথম দিন । এই ভোট উৎসব হচ্ছে জলপাইগুড়িতে। সকাল থেকেই পুরো জেলা জুড়ে চা-বলয়ের বুথের সামনে লম্বা লাইন উৎসাহী মানুষের। নির্বাচন কমিশনের পঞ্জিকা মেনে যথারীতি সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ পদ্ধতি। যা যে কোন ভোট উৎসবেই দেখা যায় । তবে এই বছর একটু ব্যতিক্রম লখ্য করা গেলো এই জেলায় । এই বছর ভোট দিলেই থাকছে ভালোমন্দ আহারের ব্যবস্থা।
জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ৩ টি বুথে ভোটারদের জল খাবারের ভালো ব্যবস্থা করা হয়েছে তৃণমূল সদস্যদের তরফে। তাদের দাবি গ্রামের সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, তাঁদের জন্য আমরা কিছু করবো না ? সেজন্যই এই জল খাবার ও দুপুরে পেট ভর্তি খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল সদস্যদের। কী কী থাকছে এই জল ও দুপুরের খাবারে ?
সকাল সকাল যারা ভোট দিচ্ছেন তাঁদের জন্য থাকছে জলখাবার হিসেবে গরম-গরম লুচি, কাবলি ছোলা , পনির দিয়ে সুস্বাদু তরকারি ও একটা করে মিষ্টি।
দুপুরের খাবারে মেনুতে থাকছে সাদা ভাত, ডাল, ডিমের ঝোল , ও চাটনি। এক কথায় বলাই যায়, জলপাইগুড়িতে আজ ভোট-উৎসবে মানুষ উপভোগ করছে পিকনিকের আমেজ ।