গরু পাচার মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে ইডি

news bazar24:
বড়সড় ধাক্কা ইডির গরু পাচার মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ায় প্রচেষ্টা কাল হল। বড়সড় ধাক্কা খেলো আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে। আদালতের প্রশ্ন বাণের মুখে জর্জরিত ইডি বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

কেন এই মামলা দিল্লিতে স্থানান্তরের চেষ্টা হচ্ছে প্রশ্ন করেন রাজেশ চক্রবর্তী যিনি আদালতের বিচারক। সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে একপ্রকার ইডি অস্বস্তিতে পড়ে। কেন্দ্রীয় সংস্থাকে সরিয়ে নিয়ে যাওয়ার অধিকারই বা কে দিয়েছে? ইচ্ছা করলেই কেন্দ্রীয় এজেন্সি রাজ্যের যেকোন আদালতে নিয়ে যেতে পারবে? প্রিভেনশন অফ মানি লন্ডারিংয়েরর অ্যাক্টে যে মামলা করতে মরিয়া হয়ে রয়েছে ইডি তার গেজেট নোটিফিকেশন বা সরকারি নির্দেশ কি আদৌ ইডির কাছে রয়েছে কিনা তাও জানতে চান তিনি।

আইনজীবী অভিজিৎ ভদ্র নানান যুক্তি এর সাপেক্ষে খাড়া করলেও বিরোধিতা করেন শেখর কুন্ডু ও সোমনাথ চট্টরাজ যিনি অনুব্রত মণ্ডলের আইনজীবী। তবে এদিন শুনানিতে দুই পক্ষের মধ্যেই তীব্র বাদানুবাদ ঘটে। আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আশা করা যাচ্ছে বিস্তারিত তথ্য এদিন পাওয়া যাবে।