কাট্মানি না দেওয়ার কারণে ভাঙ্গরে আক্রান্ত হলো এক দম্পতি সহ তার পরিবারের বাকি সদস্যরা

সংবাদ সুত্র ঃ সরকারি গৃহ প্রকল্পের প্রাপ্ত  টাকা থেকে কাট্মানি না দেওয়ার কারণে আক্রান্ত হলো এক দম্পতি সহ তার পরিবারের বাকি সদস্যরা । পেশায়  রিক্সা চালক ওই  পরিবারের বাড়ি ও রিক্সা ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর এক ব্লক এর রাজাপুর গ্রামে।  অভিযোগ গত একবছর ধরে এলাকায় তাণ্ডব চালাচ্ছে এলাকার বেশ কিছু  তৃণমূল কর্মী। এরা মুখ্যমন্ত্রীর আদর্শকে কালিমালিপ্ত করার জন্য মুলত গ্রামে মাতব্বরি মেরে বেড়ায় বলে অভিযোগ । উল্লখ্য, গত বছর এই  গ্রামে সরকারি ঘর প্রকল্পে  টাকা পায় প্রায় আশি টা পরিবার ।অভিযোগ প্রতিটা ঘর থেকেই  দশ থেকে কুড়ি হাজার টাকা করে কাট্মানি  আদায় করেছে গ্রামের বেশ কিছু যুব তৃণমূল কর্মীরা । প্রায় ছয় লাখ টাকা তোলা আদায় করেছে এই সাদ্দাম ও তার বাবা । খালি এই নয় দাবি মত গ্রামের কেও  টাকা দিতে অস্বীকার করলে  তাদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন বা অত্যাচার করা হয় বলে অভিযোগ ।  তেমনই  অতাচারের স্বীকার হলেন  রিক্সা চালক আশরাফ আলী । এদিন আলীর বাড়িতে টাকা চায়তে  যায় সাদ্দাম ও তার কয়েকজন সহযোগী।  টাকা দিতে অস্বীকার করলে  আশরাফকে ব্যাপক মারধোর করা হয় । আক্রমণ করা হয় তার পরিবারের উপর।  যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরীবের জন্য বহু প্রকল্প এনেছেন বিনামূল্যে, সেখান কি করে  থেকে টাকা চাওয়া হচ্ছে  তোলা হিসাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।  এদিকে এই  ঘটনার কথা জানাজানি হতেই মুখে কুলুপ দিয়েছেন অভিযুক্ত সাদ্দাম, তিনি জানিয়েছেন যে ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাই তিনি এই সব কাজ করেন না।  

Related Post