কলকাতার দক্ষিণের বিভিন্ন ষ্টেশনে বিক্ষোভ, অবরোধে আটকে ট্রেন। ইট বৃষ্টিতে জখম পুলিশ ভাঙলস,পুলিশের গাড়ি

news bazar24: স্পেশ্যাল ট্রেনে উঠতে না দেওয়ায় যাত্রীদের ফের  বিক্ষোভ, অবরোধ  কলকাতার একাধিক স্টেশনে। এমনকি  মল্লিকপুরে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট,পাথর । কাল থেকে দফায় দফায় বিক্ষভের পর আজ  সকালে ফের বিক্ষোভ হয় সোনারপুর ষ্টেশনে । কলকাতা দক্ষিণের বারুইপুর স্টেশনও রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে নিত্য যাত্রীরা । আজ ক্ষিপ্ত জনতার দাবি, দিদির কাছে অনুরোধ ট্রেন চালালে সব চলুক, না হলে কোনও ট্রেনই চলতে দেওয়া হবে না । কিছু লোক যেতে পারছেন, আর কিছু লোক হাত গুটিয়ে বাড়িতে বসে থাকবেন। এটা কতদিন চলবে ?? সোনারপুরের বিক্ষোভে তো রিতিমত  রুদ্র মূর্তিতে  ছিলেন মহিলারা। তাঁদের দাবি, লোকাল ট্রেন চালাতে হলে প্রত্যেক  যাত্রীর যাত্রা নিশ্চিত করুক না হলে কোনও ট্রেনই চলবে না। এদিকে আজ  সকালে  তখন টা বাজে। ট্রেন মল্লিকপুরে পৌঁছতেই  বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে এসে বিক্ষোভের মুখে পড়ে জি আর পি  পুলিশ। তাদেরকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। গাড়িও  ভাঙচুর করা হয় ।   তবে দুই দিনের বিক্ষোভের পর লোকাল ট্রেন কবে চালু হতে পারে ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য আজও রেল জানাতে পারেনি । রেল কর্মীদের কথায়,  লোকাল ট্রেন চালু করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “আমরা চেষ্টা করছি যাতে ট্রেন চালানো যায়। আমরা রাজ্য সরকারকে ইতিমধ্যেই চিঠি লিখেছিলাম। ট্রেন পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে রাজ্য সরকার এখনও অনুমতি দেয়নি।