একটা গান লিখতে কত সময় নিয়েছিলেন জাভেদ আখতার?

News Bazar 24:
সিলসিলা থেকে শুরু করে ১৯৪২: এ লাভ স্টোরি, বীরজারা থেকে শুরু করে স্বদেশ, প্রত্যেকটি সিনেমাকে আরো জীবন্ত করে তুলেছিলেন তিনি তার লেখার মাধ্যমে। অসম্ভব প্রতিভাবান এই মানুষটি বলিউডের অন্যতম সেরা গীতিকার। তিনি জাবেদ আখতার। যে কোনো সিনেমায় সমান দক্ষতার সাথে গান বেধেছেন তিনি। কিন্তু এক একটি গান লিখতে ঠিক কত সময় নেন তিনি?

সম্প্রতি একটি অনুষ্ঠানে এটি সাক্ষাৎকারে জাবেদ আখতার জানান, কখনো কখনো দশ মিনিটের মধ্যেই তিনি একটি । সিলসিলা সিনেমাতে কাজ করার সময় যখন যশ চোপড়া তার কাছে এসেছিলেন তখন তিনি নাকি মাত্র ১০ মিনিটের মধ্যে গান লিখে তাকে দিয়েছিলেন। তখন তার কাছে টাকা পয়সা ছিল না কিন্তু মদ খাবার অভ্যাস ছিল তার। তাই গান লিখতে রাজি হয়ে যান তিনি। মদ খেতে খেতেই প্রায় বেহুশ অবস্থায় তিনি তুমকো দেখা তো ইয়ে খেয়াল আয়া, গানটি লিখে ফেলেছিলেন।

জাবেদ আখতারের লেখা এই গানটি গিয়েছিলেন গজল শিল্পী জগজিৎ সিংহ। সাথ সাথ সিনেমার এই গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এখনো শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয় এই গানটি তবে গানের নেপথের এই গল্পটি শুনে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের।