অবশেষে বিজেপিতে যোগ দিলেন বিপ্লব মিত্র ,দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ তৃনমূলের হাতছাড়া হতে চলেছে ।

ডেস্ক, ২৪শে জুনঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ দিনাজপুর তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র সোমবার বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে মুকুল রায়দিলীপ ঘোষকৈলাশ বিজয়বর্গীয়দের হাত ধরে  বিজেপিতে যোগ দিলেন  তাঁর সাথে বিজেপিতে যোগ দিলেন ১০ জন দক্ষিণ দিনাজপুরের  জেলা পরিষদ সদস্য বিজেপির দাবি, আরও চারজন সদস্য তাঁদের সঙ্গে রয়েছেন তাঁরা শীঘ্রই যোগ দেবেন বিজেপিতে

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের আসন ১৮টি তার মধ্যে ১০ জন ইতিমধ্যেই যোগদান করায় তৃণমূলে হাতছাড়া তে চলেছে  জেলা পরিষদ, এমনটাই দাবি বিজেপির একইসঙ্গে আরও চারজন তাঁদের  সঙ্গে রয়েছে বলে জানিয়ে বিজেপি নিশ্চিত করে দিতে চাইছে এই জেলা পরিষদ তাঁদেরই হয়ে গিয়েছে
দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলের অভিমত তৃনমূলের  প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র বিজেপিতে যোগ দেওয়ার ফলে জেলায়  তৃণমূলের  অস্তিত্ব সংকটের মুখে। তৃনমূলের বর্তমান সভাপতি অর্পিতা ঘোষ এই সংকট থেকে কিভাবে বেরিয়ে আসেন সেটাই দেখার। যদিও বিগত লোকসভা  নির্বাচনের মধ্য দিয়ে  উত্তরবঙ্গে ইতিমধ্যেই তৃণমূলের ভিত  আলগা হয়ে গেছে বলে দৃঢ় বিশ্বাস  বিজেপি

এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, বাংলায় রাজনৈতিক ভূমিকম্প চলছে, সেই ভূমিকম্পেই ধসে যাবে তৃণমূল একটা জেলা পরিষদ মানে সেই জেলার সরকার। এবার সেই জেলার ক্ষমতা  হাতছাড়া হতে বসেছে তৃণমূলের তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়া এবার শুরু হল মোট সাত দফায় যোগদান পর্ব চলবে সপ্তম দফা সম্পূর্ণ হবে যেদিন, সেদিন আর তৃণমূলের সরকার থাকবে না