No Comments

অনাথ কিশোরীর পাশে হাইস্কুলের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী।

 newsbazar 24::মালদহের মানিকচক ব্লকের অন্তর্গত চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের কিশোরী আমেনা খাতুন বাবা মা কে হারিয়ে সরকারি সাহায্যের জন্য দিন গুনছে । মাথার উপর কেও নেই তার । অসহায় আমেনা এনায়েতপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ।

  স্থানীয় সুত্রে জানা যায় কয়েক বছর আগেই বাবা কে হারায় আমেনা এরপর বছর ঘুরতে না ঘুরতেই মা ও মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে । বাবা মা ছাড়া অসহায় জীবনে আমেনা বড় একা হয়ে পড়েছে পড়ার ইচ্ছে থাকলেও উপায় নেই টাকার অভাবে আর নতুন শ্রেণিতে ভর্তি হতে পারেনি ।

এই অবস্থায় আমেনার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এনায়েতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বাদিউজ্জামান । এমনকি বিশিষ্ট সমাজসেবি তথা শিক্ষক মোয়াজ্জেম হোসেন পাশে থাকার আশ্বাস দেখিয়ে মানবতার পরিচয় দেন ।

বিষয়টি জানার পর মালদা জেলা পরিষদ সদস্যা সাবিনা ইয়াসমিন বলেন আমরা আমেনার পাশে থাকব এবং তার যাতে কোন ব্যাপারে অসুবিধে না হয় সেই চেষ্টায় করব । এ আমদের দায়িত্ব।