Wednesday , 6 September 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

সুরেন্দ্রনাথের পড়ুয়ার দেহ উদ্ধার পাঁশকুড়ায়, বাড়ি থেকে বেরিয়েছিলেন শিয়ালদহ যাবেন বলে

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
September 6, 2023 5:26 pm

news bazar24:
কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের এক ছাত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বাসিন্দা স্বাগত বণিকের ক্ষতবিক্ষত দেহ গত রবিবার উদ্ধার হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রেল লাইন থেকে। খবর সূত্রে জানা গেছে, স্বাগত বাড়িতে জানিয়েছিলেন যে তিনি শিয়ালদায় যাচ্ছেন। স্বাগতর বাড়ির লোকজন অভিযোগের আঙুল তুলছে তার বন্ধু বান্ধবের দিকে।

স্বাগত সুরেন্দ্রনাথ কলেজের স্ট্যাটিস্টিক বিভাগের ছাত্র। গত ৩রা সেপ্টেম্বর শিয়ালদাও যাচ্ছেন বলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, যার পর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেরোনোর আগে মোবাইলটাও তিনি বাড়িতে রেখে যান। এরপর স্বাগতর কোনরকম খোঁজ খবর না পেয়ে তার বাড়ির লোকেরা নিখোঁজ ডায়েরি করেন হাবরা থানাতে।

অবশেষে রবিবার গভীর রাতে স্বাগতর দেহ পাওয়া যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কাছে ক্ষীরাই স্টেশনের রেল লাইনের কাছ থেকে। এই খবর পেয়ে স্বাগতর পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। স্বাগতর পরিবারের দাবি, পাঁশকুড়ায় কোন আত্মীয়-স্বজন তাদের থাকে না তবে স্বাগতর কোন বন্ধুর বাড়িও সেই এলাকায় নয়। তাহলে কেন মিথ্যে কথা বলে স্বাগত বাড়ি থেকে বেরিয়েছিল এবং কিভাবেই বা ১১৮ কিলোমিটার দূরে স্বাগত দেহ পাওয়া গেল?

স্বাগতর দিদি জানান, স্বাগত শিয়ালদা থেকে প্রজেক্টের বাইন্ডিং আনতে যাচ্ছে বলেই বের হয়েছিলেন। অন্যদিকে স্বাগতর বাবা জানান, তিনি যখন নিখোঁজ ডায়েরি করার জন্য থানায় গিয়েছিলেন, সেই সময় পাড়ার একজন এসে তাকে জানান যে এসব কিছুই শেষ। বাড়ি চলে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, পাঁশকুড়া সম্পর্কে তাদের কোন ধারণা নেই তবে সবকিছুর পেছনে মনে হচ্ছে বন্ধু-বান্ধবেরই হাত রয়েছে।

স্বাগতর বাবা বলেন, “ও চলে গেছে, আর কখনো ফিরবে না তবে ভবিষ্যতে যাতে আর কোন মা-বাবাকে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, তার জন্য প্রশাসনকে অবশ্যই আগামী দিনের সজাগ থাকতে হবে।”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

‘দুয়ারে সরকার; কর্মসূচীর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী

বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে? কিন্তু বাড়ির কোন দিকে রাখবেন?

জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর পরিচালনায় মালদা জেলা ছাত্র-যুব বিজ্ঞানমেলা শুরু হল

বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের অ্যান্ড্রয়েড মোবাইল বাজেয়াপ্ত করেছে

মহাসমারোহে পূজিত হলেন শ্রী শ্রী মঙ্গল চণ্ডী দেবীর পুজা । ইংরেজ বাজারের রণজিৎ দাসের বাড়িতে পুজো

প্রয়াত মালদা জেলার বিশিষ্ট বামপন্থী নেতা তুষার ভট্টাচার্য্য।

দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন চত্বর সামনে ১৪৪ ধারা জারি করা হল

Newsbazar24 এর পক্ষ থেকে দীপাবলীর শুভেচ্ছা বার্তা

এস আর এম বি কাপ জিতল মালদহের শান্তি ভারতী পরিষদ।

অযোধ্যায় রাম মন্দির উড়িয়ে দেবার হুমকি খালিস্তানি জঙ্গির ! বেঁধে দিলেন উড়ানোর সময়সীমা