Friday , 16 December 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রতিবেদক
kartik pal
December 16, 2022 1:07 am

Newsbazar 24:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে বৃহস্পতিবার প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত, সম্মানীয় মহন্ত স্বামী মহারাজ এবং পূজ্য ঈশ্বর চরণ স্বামী সহ অন্য বিশিষ্ট জনরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,বিশ্বব্যাপী এক বছর ধরে এই উৎসব উদযাপিত হবে। শাহীবাগ বিএটিএস স্বামী নারায়ণ মন্দিরের আয়োজনে এই বর্ষব্যাপী ‘প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব’ – এর আয়োজন করা হয়েছে। ২০২২ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত আমেদাবাদে প্রতিদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে, থাকবে প্রদর্শনীও।
সমাবেশে প্রধানমন্ত্রী প্রমুখ স্বামী মহারাজের প্রশংসা করে এবং এই বিশেষ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এই চত্বরে ভারতের সব বর্ণ প্রত্যক্ষ করা সম্ভব।এই সম্মেলনকে সার্থক করে তুলতে প্রত্যেক সাধু-সন্ত যেভাবে তাঁদের ক্ষমতা ও চিন্তাভাবনা দিয়ে কাজ করেছেন, তার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই বিশেষ আয়োজন শুধুমাত্র সমগ্র বিশ্বকে আকর্ষণ করবে, তাই নয়, আগামী প্রজন্মকেও উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, “বৃহদাকারে এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি সব সাধু-সন্তদের প্রশংসা করি”। পূজ্য প্রমুখ স্বামী মহারাজকে প্রধানমন্ত্রী নিজের পিতৃতুল্য ব্যক্তিত্ব বলে অভিহিত করেন। তিনি বলেন, রাষ্ট্রসংঘও স্বামী মহারাজের জন্মশতবর্ষ উদযাপন করছে। এ থেকে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের সার্বজনীন গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়। ‘বসুধৈব কুটুম্বকম্‌’ ভাবধারার উপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বামী মহারাজ সহ ভারতের নানা মহান সাধু-সন্তরা এই ধারণা তৈরি করেছেন। বেদ থেকে বিবেকানন্দ পর্যন্ত যাত্রাপথ এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রত্যক্ষ করা যাবে। প্রধানমন্ত্রী বলেন, “এই অনুষ্ঠানে ভারতের সমৃদ্ধশালী আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় ঘটবে”। তিনি বলেন, আমাদের এই আধ্যাত্মিক ঐতিহ্য কেবলমাত্র সংস্কৃতি, নীতি বা মূল্যবোধের মধ্যেই সীমিত নয়, ভারতের সাধু-সন্তরা ‘বসুধৈব কুটুম্বকম্‌’ ভাবধারার মাধ্যমে সমগ্র বিশ্বকে একসূত্রে বেঁধেছেন।
ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের সার্বজনীন গুরুত্ব রয়েছে।
এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বেদ থেকে বিবেকানন্দ পর্যন্ত যাত্রাপথ প্রত্যক্ষ করা যাবে।জীবনের মূল লক্ষ্য হওয়া উচিৎ সেবা। আমাদের সাধু-সন্তদের ঐতিহ্য কেবলমাত্র সংস্কৃতি, নীতি বা মূল্যবোধেই সীমিত নয়, ভারতের সাধু-সন্তরা বসুধৈব কুটুম্বকম্‌ চিন্তাভাবনার মাধ্যমে বিশ্বকে একসূত্রে বেঁধেছেন।প্রমুখ স্বামী মহারাজজী দেব ভক্তি ও দেশভক্তিতে বিশ্বাস করতেন। রাজসিক’ বা ‘তামসিক’ নয়, জীবনযাপন হওয়া উচিৎ ‘সাত্ত্বিক’

এই সংস্থা।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

বিধ্বংসী আগুনে ভস্মীভূত এক দিনমজুর পরিবারের কাঁচা বাড়ি, খোলা আকাশে গোটা পরিবার

তৃনমূল অঞ্চল সভাপতির বাড়িতে বোমা, শুরু রাজনৈতিক তরজা।

এক নির্জন দ্বীপে একাই যে ২২ বছর ধরে বাস করছেন

উত্তরবঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মৃত 4 আহত দেড় শতাধিক।।

ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল, ছাপ্পা ভোট, বোমাবাজি, সন্ত্রাসের অভিযোগ বাটনা হাই মাদ্রাসা নির্বাচনে

হিন্দু-মুসলিম ভেদাভেদ করে রাজনীতি করছে বিজেপি-তৃণমূল,কটাক্ষ মহম্মদ সেলিমের

Kolkata news :বন সহায়ক এর নতুন নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

কালিয়াচকের ভারত বাংলাদেশ সীমান্তে ৫০০ বোতল নিষিদ্ব কাফ সিরাপ আটক। গ্রেপ্তার ২ পাচারকারী

দায়িত্বের পর নবরূপে ইংরেজবাজার পৌরসভার সভাকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষ্ণেন্দু

মালদহে হোটেলের মহিলা আবাসিকদের অসতর্ক মুহূর্তের ছবি তোলার দায়ে হোটেল মালিক ও তার কর্মচারী গ্রেপ্তার।