Tuesday , 24 December 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

এক সবজি বিক্রেতার ছেলের জীবন সংগ্রামে সফল হওয়ার কাহিনী

প্রতিবেদক
kartik pal
December 24, 2024 12:54 pm

Newsbazar24:সামান্য এক সবজি বিক্রেতা। দিন আনে দিন খায় এভাবেই সংসার চলে। ছেলে বড় হয়েছে মাধ্যমিক পাস করেছে। সংসারের অভাব অনটনের জন্য বাবাকে সাহায্য করতে মাত্র ৩০ টাকা দৈনিক বেতনে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শুরু করে। সেই সবজি বিক্রেতার ছেলে বর্তমানে উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যের সফলতম ইউটিউবার। তার উপার্জিত টাকায় প্রায় ১০০টি পরিবারের পেট চলে।

আসেন সেই ছেলেটির জীবন সংগ্রামের সফল হওয়ার কাহিনী আপনাদের জানাই। ছেলেটির নাম গোলাম রাব্বানী,বাবা পেশায় একজন সবজি বিক্রেতা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার সিওল কানাহার গ্রামের বাসিন্দা। সংসারে অভাব অনটন লেগেই ছিল। অর্থের অভাবে বেশি দূর পড়াশোনা করতে পারেনি। বাবার সাথে সাথে সংসারের হাল ধরতে খুব অল্প বয়সে স্থানীয় একটি মোবাইল রিপেয়ারিং এর দোকানে দিনে মাত্র ৩০ টাকায় কাজ শুরু করে। মোবাইল ঘাটতে ঘাটতে তার মাথায় আসে ইউটিউবে কিছু করে যদি নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। শুরু করেন সেই কাজ তবে এই সফলতার কাজের পথটি মোটেও মসৃণ ছিল না। নানান ঘাট প্রতিঘাত চড়াই-উতরায় পার করে এসে বর্তমানে সে উত্তরবঙ্গ সহ সমগ্র রাজ্যের একজন সফল ইউটিউবার। “মাই ফ্যামিলি” নামে একটি তার ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে ৩৬৫ দিনে প্রায় শতাধিক কলা কুশলীরা অভিনয় ও কাজ করেন। গোলাম রাব্বানীর কমেডি ভিডিওর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবার প্রচুর যা ৮ থেকে ৮০ সকলেরই রোজকার আনন্দের খোরাক। জানা গেছে, সফল ইউটিউবার গোলাম রব্বানীর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিলভার প্লে বাটন দুটি গোল্ডেন প্লে বাটন সহ একটি ডায়মন্ড প্লে বাটন আছে যা উত্তরবঙ্গের কোন ইউটিউবারের কাছে নেই বলে জানা গেছে। রোজ তার কমেডি ভিডিওর শুটিংয়ের জন্য মোট নিজের কেনা পাঁচটি স্পট রয়েছে যেখানে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জোরদার শুটিংয়ের কর্মব্যস্ততা থাকে। এক একর জমির উপর মাই ফ্যামিলি নাম দিয়ে একটি প্রোডাকশন হাউস তৈরি করেছে যেখানে শুটিং জিম সহ এডিটিং এর অফিস রয়েছে যা প্রায় আনুমানিক ৫ কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। এবং সত্যিই তা অবাক করার মত একসময় নুন আনতে পান্তা পুরনো পরিবারের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ওই ছোট্ট গোলাম রাব্বানী আজ উত্তরবঙ্গ সহ পুরো রাজ্যের সফলতম ইউটিউবার। এ বিষয়ে সফল ইউটিউবার গোলাম রাব্বানী জানান, ” আমার এই সফলতার পথটি মোটেও মসৃণ ছিল না। বহু ঘাত প্রতিঘাত চড়াই উৎরাই পার করে এসে আজকে শত কষ্টের চেষ্টা সফল হয়েছে। আমার এখানে যারা অভিনয় করেন বা অন্যান্য কলা কুশলীরা রয়েছে আমি কাউকেই আমার স্টাফ হিসেবে মানি না এরা প্রত্যেকে আমার পরিবারের সদস্য তাই আমার চ্যানেলের নাম মাই ফ্যামিলি, এবং সেই কারণেই এদের সাথে আমি পরিবারের সদস্যের মতো ব্যবহার করি এবং মিশি। আমার এখানে অভিনয় করার আগে প্রচুর কলা কুশলীরা একসময় বাইরে দিল্লি মুম্বাই কেরলে কাজ করতো কিন্তু বর্তমানে তারা ওই সব কিছু কর্ম ছেড়ে দিয়ে এসে প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে আমার এখানেই অভিনয় করছেন বিভিন্ন কাজ করছেন এবং আমার চ্যানেলকে আরো অগ্রসর করছেন তাদের দক্ষ কর্মদক্ষতার মধ্য দিয়ে। এবং সেই হাসির ভিডিও দেখেই মানুষ আমাদের পছন্দ করেন। আজ সত্যি বলতে বাধা নেই এই ইউটিউবের উপার্জিত টাকাতে আমিসহ এখানকার প্রায় শতাধিক কলা কুশলীদের সংসার চলে। আগামী দিনে আরো অনেক বড় বড় স্বপ্ন রয়েছে, আমার মাই ফ্যামিলি চ্যানেল ও আমার এই সদস্য কলাকুশলীদেরকে নিয়ে আমি আরো সামনের দিকে অগ্রসর হতে চাই”। সর্বশেষে এ কথা বলা যায় মানুষের চেষ্টা কখনো বিফলে যায় না তবে ধৈর্য ধরতে হয়। যার জ্বলন্ত উদাহরণ উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম সিওল কানাহারের সফলতম ইউটিউবার গোলাম রাব্বানী।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

হাত পা মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ হরিশ্চন্দ্রপুরে ! পলাতক অভিযুক্ত।

প্রশাসনের নির্দেশে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে শুরু হলো চাল,ডাল বিতরণ

আবার মালদা শহরে রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ

এত সচেতনতার পরেও এটিএম প্রতারকদের খপ্পরে পড়ে খোয়ালেন৪০ হাজার টাকা।।

প্রয়াত সিপি এম নেতা জীবন মৈত্রের চতুর্থ প্রয়াণ দিবস পালন দলের

Jagadhathri Puja: মালদহে ধুমধাম করে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হল

Malda Road accident:পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের, পরিবারে শোকের ছায়া

Malda:আবাস যোজনার তদন্তে প্রথম দিনে মালদহে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিস্তর গরমিল চোখে পরল

পুলিশি হেফাজতে এক শ্রমিক মৃত্যুর অভিযোগ মালদায়