Tuesday , 2 August 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

এক নির্জন দ্বীপে একাই যে ২২ বছর ধরে বাস করছেন

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
August 2, 2022 7:37 pm

news bazar24 : হয়তো এটি খবর পড়ে অনেকেই অবাক হবেন। কারণ পৃথিবীতে এমনও একজন মানুষ আছেন, যিনি তাঁর এলাকায় একাই বেঁচে আছেন। তাঁর গোত্রের আর কোনো সদস্য বেঁচে নেই। তিনি একাই নিঠোর ভাবে একাকিত্বে জীবন যাপন করছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে কত দিন ধরে তিনি একাই বেঁচে আছেন?

বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, তাঁর এই একাকিত্ব দীর্ঘ প্রায় ২২ বছরের! নিঃসঙ্গে বেঁচে থাকা এই মানুষটির বসবাস ব্রাজিলের আমাজনের জঙ্গলে। বর্তমানে তিনি দেশটির রন্ডুনিয়া প্রদেশের আমাজন অঞ্চলে রয়েছেন। আমাজনে বসবাসরত স্থানীয় নৃগোষ্ঠীদের নিয়ে কাজ করে ব্রাজিল সরকারের ইন্ডিজেনিয়াস সংস্থা ‘ফুনাই’। সংস্থাটি দাবি করেছেন, লোকটি এখনো পর্যন্ত সুস্থ আছেন। তিনি শিকার করছেন, পেঁপে ও ভুট্টা চাষ করে দিন যাপন করছেন। দীর্ঘ ১৯৯৬ সাল থেকেই ওই ব্যক্তির দিকে নজর রাখছে ফুনাই সংস্থা। ধারণা করা হচ্ছে, লোকটির বয়স হয়ত ৫০ বছরের কিছুটা বেশি হবে। একাকী বেঁচে থাকা এই ব্যক্তির ওপর অল্প কিছু নৃবৈজ্ঞানিক গবেষণাপত্র ও সংবাদপত্রের নিবন্ধ প্রকাশিত হলেও কেউই তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পাননি। কারণ ওই ব্যক্তি বা তাঁর গোত্রের ভাষা কী, তা গবেষকদের জানা নেই। এই কারণে ওই ব্যক্তির নাম কী, তাও জানা সম্ভব হয়নি। এমনকি ওই ব্যক্তি যে গোষ্ঠীর সদস্য ছিলেন, তার নামটিও জানা সম্ভব হয়নি। ফুনাই যে ভিডিওটি প্রথম প্রকাশ করে, তা খুব একটা সুস্পষ্ট নয়। দূর থেকে ওই ভিডিও করা হয়েছিল বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কুঠার দিয়ে গাছ কাটছেন। ভিডিওটি প্রকাশের পরপরই তা সারা বিশ্বে শোরগোল ছড়িয়ে পড়ে। ফুনাইয়ের একজন আঞ্চলিক সমন্বয়ক আলতেইর আলগায়ার গার্ডিয়ানকে বলেন, আমরা তাঁকে পুনরায় দেখতে পেয়ে খুব খুশিও বিস্মিত। বর্তমানে তাঁর স্বাস্থ্য খুবই ভালো। তিনি শিকার করছেন, পেঁপে ও ভুট্টার চাষ করছেন। ফুনাই বিশ্বাস করে, আমাজনে ১১৩ টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। গার্ডিয়ান বলছে, ব্যক্তির প্রতিদিনের শিকারের তালিকায় রয়েছে শূকর, পাখি ও বানর সহ অন্যান্য জন্তু জানোয়ার। এই ব্যক্তির শিকার পদ্ধতির ধরন দেখে ব্রাজিলের গণমাধ্যম তাঁর একটি উপাধিও ঠিক করেছে। আর তা হলো ‘দা হোল ইন্ডিয়ান’। ‘হোল’ বা গর্ত করে তার ওপর গাছের চটা বা পাতা দিয়ে বিশেষ ধরনের ফাঁদ তৈরি করা হয়। যার মধ্যে শিকার ধরা পড়ে। ফুনাই বলছে, আগে ব্যক্তিটি একটি কুঁড়েঘরও বানিয়েছিলেন। সেখানে তাঁর কিছু আসবাব পত্রও ছিল। এর মধ্যে নিজের হাতে তৈরি কাঠ ও কষ দিয়ে তৈরি মশাল এবং তির তৈরি করে। তবে এই ব্যক্তি বর্তমানে যে অঞ্চলে বসবাস করছেন সেখানে কাঠামোগত কোনো ঘরের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আমাজনের যে অংশে ‘নিঃসঙ্গ’ মানুষটির গোত্র বাস করত, সেখানে ১৯৭০ থেকে ৮০ সালের দিকে সেখানে মহাসড়ক নির্মাণ হয়। ফলে গোত্রটি ক্রমশও বিচ্ছিন্ন হতে থাকে। সর্বশেষ বর্তমানে বেঁচে থাকা ব্যক্তিসহ একসঙ্গে বসবাস করতেন মোট ছয়জন। কিন্তু ১৯৯৬ সালে স্থানীয় কৃষকেরা তাদের ওপর হামলা করে। এতে এই ব্যক্তি ছাড়া বাকি পাঁচজনের খুন হন। ফুনাই বলছে, ১৯৯৬ থেকে তারা ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করছে। এই পর্যবেক্ষণের পেছনে কিছু কারণও উল্লেখ করে ফুনাই। যেমন প্রথমত, তিনি বেঁচে আছেন কি না তা ঠিক নেই। দ্বিতীয়ত, তিনি ঠিক কোন কোন এলাকায় ঘোরাফেরা করেন, সে স্থানগুলো শনাক্ত করা। ব্রাজিলের সংবিধান অনুযায়ী, প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির অধিকার রয়েছে। ফুনাই বলছে, লোকটি যে অঞ্চলে বর্তমানে ঘোরাঘুরি করছে, তা সংরক্ষিত করার জন্য সরকারের নতুন করে আদেশ দেওয়ার প্রয়োজন ছিল বলে মনে করা হচ্ছে। এ জন্য তারা এ ভিডিওটি তৈরি করেছিল। ভবিষ্যতে পর্যটকদের জন্য ওই স্থানটি সংরক্ষিত থাকবে। তাদের প্রতি নির্দেশ থাকবে, তারা যেন ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা না করেন। ফুনাইয়ের পক্ষ থেকে যে গবেষক দল আমাজনের সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থানে গিয়েছিল, এর মধ্যে একজন ছিলেন ফিয়োনা ওয়াটসন। তিনি জানান, এই ব্যক্তির রয়েছে বিভিন্ন ভয়াবহ অভিজ্ঞতা। সে পৃথিবীকে একটি বিপজ্জনক স্থানের নজরে দেখেছেন। এর আগে ১৯৯৮ সালে ব্রাজিলিয়ান সরকারে একটি তথ্যচিত্র এই ব্যক্তির সুচিত্র দেখানো হয়। তবে তাও ছিল অস্পষ্ট।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মহাকুম্ভতে আবার বিপর্যয় – আহত ৩০

নেপালে  বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে ! ভারতীয় পর্যটকদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনছে কেন্দ্র  

Siliguri news:আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কুখ্যাত জমি মাফিয়া ওয়াজেদ আলী বাজেয়াপ্ত বিলাস বহুল গাড়ী

নদীয়ার রানাঘাট হবিবপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকা এখন সম্পূর্ণ জলমগ্ন

পায়ের রগে টান পড়লে ব্যাথা কেন হয়, এর প্রতিকার কি?জানতে পড়ুন।

U.Dinajpur news:-অজানা জ্বরে মৃত দু’জন, ডেঙ্গির আশঙ্কা উত্তর দিনাজপুরে

চাঁচল পঞ্চায়েত সমিতি ও গ্ৰাম  পনচায়েতের সি.পি.এম ও বিজেপি সদস্যদের তৃনমূলে যোগ ।

হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের গাংনদীয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি বাড়ি পুড়ে ভষ্মীভূত,ক্ষতি কুড়ি লক্ষাধিক টাকা।

চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগে বিজেপি সাংসদ সহ আটজনের বিরুদ্ধে এফআইআর

নানুর থানার শেরপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়