Sunday , 24 November 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

‘বিজয় দিবস’ উদযাপন,নৌ দিবসের আগ মুহূর্তে কলকাতার খিদিরপুরে পৌঁছলো ভারতীয় যুদ্ধজাহাজ

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
November 24, 2024 1:52 pm

news bazar24 : ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। পাকিস্তানি সেনারা অস্ত্র ধারণ করে বিজয়ী বাঙালিদের সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। এতে পরাজয়ের সনদে স্বাক্ষর হয়েছে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ৩০ লাখ সেনা শহীদ হয়। ত্যাগের বিনিময়ে অর্জিত ১৬ ডিসেম্বরের বিজয় বাঙালিকে আনন্দের পাশাপাশি বেদনা দেয়।

গত প্রায় এক মাস ধরে ইস্টার্ন কমান্ড একাত্তরের বিজয়ে আনন্দের পরিবেশ তৈরি করছে। 24 নভেম্বর, ইস্টার্ন কমান্ডে ‘গ্লোরি বাইক রাইড’ অনুষ্ঠিত হয়। 71টি বাইকের কথা মাথায় রেখে, 71টি বাইক ঘুরেছে কলকাতায়। 35 জন সৈন্য এবং 35 জন সাধারণ লোক ইস্টার্ন কমান্ড থেকে কলকাতায় ভ্রমণের জন্য রওনা হয়েছিল। তাদের নেতৃত্বে ছিলেন ইস্টার্ন কমান্ডের প্রধান রাম চন্দর তিওয়ারি।

35 জন সাধারণ মানুষের মধ্যে কলকাতা পুলিশের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (5) ভি সলোমন নেসাকুমার এবং তিনজন মহিলা বাইক আরোহী ছিলেন। তিনজনই আইটি সেক্টরে কাজ করেন। কলকাতার লেডি রাইডার্সের তিন নারী বাইকার নিভিয়া সিং, দেবশ্রী নন্দী এবং সৃজিতা রায় চৌধুরী। তিনজনই আজকাল ডট ইনকে বলেন, ‘আমরা বাইক চালাতে পছন্দ করি, তাই আমরা হার্লে ডেভিডসনের মতো ভারী বাইক নিয়ে দূর-দূরান্তে যাই। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই গর্বিত বোধ করছি।’

ইস্টার্ন কমান্ডের প্রধান জনসংযোগ আধিকারিক, উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি বলেন, ‘ইস্টার্ন কমান্ড 1971 সালের যুদ্ধে জয়ের আনন্দ উদযাপন করছে। এই বাইক রাইডটি ইস্টার্ন কমান্ড প্রথমবারের মতো আয়োজন করছে, আগামী বছর থেকে আমরা এই দিনটিকে আরও বড় এবং নতুনভাবে উদযাপন করার চেষ্টা করব। পরিশেষে, ইস্টার্ন কমান্ডের প্রধান, আইপিএস সলোমন নেশাকুমার ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অন্যদিকে, ৪ ডিসেম্বর সারা দেশে ভারতীয় ‘নৌ দিবস’ পালিত হয়। নৌবাহিনী দিবসের প্রাক্কালে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সাবিত্রী’ খিদিরপুর বন্দরে এসে পৌঁছেছে। যুদ্ধজাহাজটি 26 নভেম্বর পর্যন্ত খিদিরপুর বন্দরে থাকবে। মুম্বাইয়ের মাজাগন ডক লিমিটেডে নির্মিত, যুদ্ধজাহাজটি 7 জুন, 1990-এ নৌবাহিনীতে যোগ দেয়। আইএনএস সাবিত্রী ভারতের দেশীয় জাহাজ নির্মাণের ক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ। 15 নট (30 কিমি/ঘন্টা) এর সর্বোচ্চ গতির সাথে, জাহাজটিতে কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন 40×60 বোফর্স বন্দুক এবং চেতক হেলিকপ্টার চালানোর জন্য উপযুক্ত একটি হেলিপ্যাড। কমান্ডার বিজয় ঝা-এর অধীনে জাহাজটি উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

দু’এক দিনের জন্য চলুন হলদিয়ার ‘সাসোলি দ্বীপ’ – মন ভরে যাবে এই দ্বীপের রূপে

সবজির ব্যাগে মাদক নিয়ে বিক্রি করতে এসে হাতেনাতে গ্রেফতার ২

কানাড়া ব্যাংকে কর্মখালির বিজ্ঞাপ্তি – উৎসাহীরা দ্রুত আবেদন করুন

সিনেমা জগতের বাইরে মেয়ে কী করতেন ! এবিষয়ে কিছুই জানেন না অর্পিতার মা।

পারিবারিক অশান্তি থামাতে গিয়ে পুত্রের হাতে আক্রান্ত বৃদ্ধ পিতা-মাতা হাসপাতালে ভর্তি‌‌।‌।

মালদার সাহাপুর ভারত সেবাশ্রম সঙ্ঘের বাসন্তী পুজা উপলক্ষে LIVE অনুষ্ঠা

মালদহের নাট্যকার সুব্রত রায়ের স্মৃতিবিজড়িত নাট্য দিনগুলোর ঊনবিংশ তম পর্ব।।

Malda Football:হরিশ্চন্দ্রপুরে নাগরিক কল্যান সমিতির ফুটবল টুর্নামেন্টে বিজয়ী কাপাশিয়া হাঙ্গামা একাদশ

রাজ্যের করোনা মানচিত্রে হ্যাট্রিক সহ দক্ষিন দিনাজপুর জেলার প্রবেশ ।

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যাত্রীর ডান পা কাটা গেল অপর জনের মাথায় গুরুতর আঘাত। ।