Sunday , 4 December 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

নকল পা দিয়ে সিন্থেসাইজার বাজিয়ে জাতীয় পুরস্কার রিনি ভট্টাচার্যর

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
December 4, 2022 7:05 pm

news bazar24: জন্ম থেকে সম্পূর্ণ হাত নেই। নেই একটা পা। এই অবস্থায় সমস্ত প্রতিবন্ধকতা জয় করে নকল পা দিয়ে সিন্থেসাইজার বাজিয়ে জাতীয় পুরস্কার জিতেছেন উত্তর ২৪ পরগনার টাকির থুবা গ্রামের‌‌ রিনি ভট্টাচার্য। শুধু সিন্থেসাইজারই নয়, আঁকা, গান, সেলাইয়ে দক্ষ ২০ বছরের রিনি। তাঁর এইসব ক্ষেত্রে দক্ষতাল জন্য তাঁর ঝুলিতে ২০১৯–‌এর জাতীয় পুরস্কার। এই সব ক্ষেত্রে তাঁর শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। বর্তমানে সে স্নাতকের ছাত্রী টাকি গভর্নমেন্ট কলেজে দ্বিতীয় বর্ষ শেষ করে তৃতীয় বর্ষে প্রবেশ করেছেন। সিনিয়র ডিপ্লোমা ফাইনাল ২০১৬ সালে এবং রবীন্দ্রসঙ্গীতে প্রথম পার্ট ২০১৭ সালে সম্পূর্ণ করেছেন। ভবিষ্যতে বিমানবন্দর অথবা রেল স্টেশনের ঘোষিকার কাজ করতে চান বলে জানান রিনি।‌
থুবা গ্রামের বাসিন্দা রিনির বাবা ও মা মুকুল ও শর্মি ভট্টাচার্য জানান, আমরা ভেঙে পড়েছিলাম যখন জানতে পারলাম রিনি ১০০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতার শিকার। মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তায় ছিলাম। সেই সময় এক চিকিৎসকের কাছ থেকে বরানগরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটোর ডিজএবিলিটিস–এর সন্ধান পান। রিনির ১ বছর বয়স থেকে চিকিৎসা শুরু হয় এনআইএলডি–তে। রিনির নকল পায়ের ব্যবস্থা করা হয়। এই পা পেয়েই আত্মবিশ্বাস বেড়ে যায়। তবে তার এই যাত্রাপথ সহজ ছিল না। সব বাধাই পেরোনো সম্ভব হয়েছে তার অসম্ভব আত্মবিশ্বাসের জোরে। এখন রিনি সিন্থেসাইজারের রিডের দিকে না তাকিয়েও অনায়াসে বাজাতে পারেন।
রিনী জানান, আমি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি আমার বাবা-মা আত্মীয় বন্ধু ও চিকিৎসকেরা সব সময় পাশে থাকায়। ছোটবেলা থেকেই মনে হত, যে কোনও কাজ আমি পা দিয়ে সহজে পারব। প্রথম যখন সিন্থেসাইজার শেখা শুরু করি তখন শিক্ষক আমাকে হাত দিয়েই বাজাতে শিখিয়েছিলেন। কিন্তু কনুইয়ের নীচ থেকে হাত না থাকায় টানা বাজাতে পারছিলাম না। হাত তুলে তুলে বাজাতে গিয়ে ছন্দ কেটে যাচ্ছিল। একদিন মনে হলো হাত দিয়ে যখন এত কষ্ট তাহলে পা দিয়ে বাজিয়ে দেখি। তারপর থেকে আর হাত দিয়ে বাজানোর প্র‌য়োজন হয়নি । পা দিয়ে আস্তে আস্তে নিখুঁতভাবে সিন্থেসাইজারের যে কোনও সুর তুলতে অসুবিধা হয় না। সে আরো জানায়, ‌‘‌আমার হাতেখড়ি হয়েছিল পায়ে পেনসিল নিয়ে। খেতেও শিখেছিলাম পায়ে চামচ ধরে। এখন প্রয়োজনমতো পা এবং কনুই ব্যবহার করি। কখনও মনে হয়নি আমি আর পাঁচটা মানুষের থেকে আলাদা।’‌
চতুর্থ শ্রেণীতে পড়াকালীন স্থানীয় একটি ক্লাবের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে প্রথম প্রতিযোগিতায় নাম দেই। আমার গান ও বাজনা শুনে উচ্ছ্বসিত হয়েছিলেন বিচারকেরা। প্রশংসা এসেছিল দর্শকদের কাছ থেকেও। সেই প্রতিযোগিতাতেই বিজেতা হিসেবে প্রথম স্থান অধিকার করে আমার জয়যাত্রা শুরু । এরপর কখনও আঁকা আবার কখনও সিন্থেসাইজার বাজানোয় একাধিক পুরস্কার লাভ করেছি। টাকি সৃষ্টি, টাকি অর্কিড, বিবেক চেতনা উৎসব ২০১৩–২০১৪, ২০১৮–তে রাজ্য কলা উৎসব, জাতীয় উৎসব, ২০১৯ সালে দিব্য কলা শক্তিতে অংশ নিয়ে জিতে পাড়া–প্রতিবেশী, শিক্ষক, বন্ধুদের মধ্যে সাড়া ফেলে দেন রিনি। ২০১৯ সালে ‘‌ন্যাশনাল অ্যাওয়ার্ড’‌–‌এর জন্য তাঁর নাম সুপারিশ করা হয় এনআইএলডি–র তরফে। অসামান্য সৃজনশীল শিশু প্রতিবন্ধী হিসেবে ওই বছরই জাতীয় পুরস্কার জিতে নেন রিনি। তাঁর কথায়, ‘‌যত পুরস্কার জিতেছি ততই আত্মবিশ্বাস বেড়েছে। এখন প্রতিযোগিতা আনন্দ দেয়।’‌ ‌‌‌রিনির মা শর্মি ভট্টাচার্য বলেন, ‘‌প্রথমে আমাদের কাছে ওকে হাঁটানোটাই লক্ষ্য ছিল। চিকিৎসক বলেছিলেন, আমি দৌড়োলে তবে আমার মেয়ে হাঁটতে পারবে।’‌‌ রিনির বাবা মুকুল ভট্টাচার্যের কথায়, ‘‌তিনটে অঙ্গ না থাকা সত্ত্বেও আমার মেয়ে যদি পারে, তাহলে ওর মতো অন্যরাও পারবে বলে বিশ্বাস করি।’‌‌‌‌‌‌

বিশেষভাবে সক্ষমদের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয় ৩ ডিসেম্বর। এই উপলক্ষে শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটোর ডিজএবিলিটিস সচেতনতা কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করেছিল।।‌‌‌‌

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

অর্থের অপব্যয় রুখতে পার্সে রাখুন কয়েকটি জিনিস

North 24 Pargana news:পানীয় জলের কল খুলতেই কি বেরোচ্ছে, আতঙ্কিত সুন্দরবনের গ্রামবাসীরা

সদ্যোজাত শিশু বদলের অভিযোগে চাঁচলের এক নার্সিংহোমে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা।

ছাপ্পান্ন রকমের ব্যঞ্জন ও দুই কুইন্টাল চালের অন্নে মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব

নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে শিল্প স্থাপন, বিনিয়োগ ও কর্মসংস্থান সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

লকডাউনে পুলিশি অভিযানে এক টোটো দ্রুতগতিতে পালাতে গিয়ে উল্টে যায়, আহত ২ মহিলা যাত্রী

পুলিশ ও বিধায়কের মদতে চলতো ঢোলাহাটে অবৈধ বাজি কারবার – দাবি পরিবারের 

ব্রজে বিশ্ব বিখ্যাত হোলি উৎসবের তাৎপর্য কি ?

গত ২৪ ঘণ্টায় মালদহে নূতন করে ৫২ জন করোনা সংক্রামিত, সবচেয়ে বেশি সংক্রামিত উত্তর মালদহে ।

বাড়িতে সুখ শান্তির জন্য বাস্তুপুজো করুন